কৃত্রিম মেধা বা ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ (AI) যে-গতিতে এগচ্ছে, তাতে কি মানুষের কর্মহীন হওয়ার শঙ্কা বাড়ছে?
কৃত্রিম মেধা বা ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ (AI) যে-গতিতে এগচ্ছে, তাতে কি মানুষের কর্মহীন হওয়ার শঙ্কা বাড়ছে? অন্তত হালফিলের চলচ্চিত্র, সাহিত্য এবং সংবাদমাধ্যমে এই উদ্বেগ স্পষ্ট। এবিষয়ে বিশদে আলোচনার আগে সংক্ষেপে কৃত্রিম মেধার সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝে নেওয়া জরুরি৷ AI চর্চার বিস্তার উত্তর-আধুনিক সমাজে৷ জঁ ফ্রাঁসোয়া লিওতার The Postmodern Condition-এ উত্তর-আধুনিক সমাজের সামাজিক-ঐতিহাসিক রূপ নিয়ে আলোচনা করেছেন৷১ সেই আলোচনার গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য হলো—প্রথমত, উত্তর-আধুনিক সমাজে আধুনিক পুঁজিবাদী সমাজের মতো অর্থনীতির কেন্দ্রস্থলকে পণ্য-উৎপাদনকারী শিল্পগুলি দখল করে রাখে না৷ এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে প্রদীপ বসু বলছেন, উত্তর-আধুনিক যুগে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শেয়ার বাজার, অনুৎপাদক ক্ষেত্র, ‘সার্ভিস সেক্টর’ কিংবা ফাটকা বাজার৷ দ্বিতীয় বৈশিষ্ট্য, এই যুগে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিপুল উন্নতি৷ এই উন্নতি অবশ্যই নির্ভর করে কম্পিউটারের ব্যাপক ব্যবহারের ওপর৷২ বস্তুত, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে ব্রিটিশ গণিতজ্ঞ অ্যালান ম্যাথিসন ট্যুরিঙের তত্ত্ব দেখিয়ে দেয়, কীভাবে নির্দিষ্ট উপাত্ত (‘ইনপুট’) থেকে সীমিত সংখ্যক ধাপে সুনির্দিষ্ট নিয়ম মেনে একটি উত্তর (‘আউটপুট’)-এ পৌঁছানো সম্ভব৷৩ ট্যুরিঙের বছর খানেক আগে আলোন্সো চার্চ হিলবার্টের দশম সমস্যার সমাধানে পৌঁছেছিলেন ল্যামডা ক্যালকুলাসের সাহায্যে৷ কম্পিউটার বিজ্ঞানে তাই এই তত্ত্ব ‘চার্চ-ট্যুরিং থিসিস’ নামে প্রচলিত, যাকে আসলে আধুনিক কম্পিউটারের ভিত্তি হিসাবে ধরা হয়৷৪ এই তত্ত্ব কাজে লাগিয়ে তাকে সময়ের সঙ্গে পরিবর্ধন এবং পরিমার্জন করে ধীরে ধীরে কম্পিউটার বর্তমানের রূপ নিয়েছে। এই যুগে তথ্যই সবকিছুর নিয়ন্তা৷ তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, সুতরাং তা প্রসারলাভ করেছে উত্তর-আধুনিক সমাজে—যে-যুগ বহুবর্ণ-রঞ্জিত হয়ে বেরতে চেয়েছে আধুনিকতার দ্বিমাত্রিক রাজনীতি থেকে৷৫ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের মতো এই যুগে কম্পিউটার বিজ্ঞানের অগ্রগতি পথ করে দিয়েছে নতুন গবেষণাক্ষেত্রের৷ কৃত্রিম মেধার চর্চা কালের নিয়মে এসে হাজির—রোবট থেকে হালফিলের চ্যাটজিপিটি যার নিদর্শন। প্রাযুক্তিক সুনামির এই লীলাখেলার মধ্যে প্রায়ই প্রশ্ন উঠছে—গাড়ির চালকের আসন থেকে কি এবার সরে যেতে চলেছে মানুষ? তার জায়গায় কি সেই দায়িত্ব নেবে কৃত্রিম মেধা? অ্যালান ট্যুরিং যুগের হাওয়ার সঙ্গে তাল রেখে AI চর্চাও প্রথাগত ভাবনা-চিন্তাকে ওলটপালট করে দিয়েছে অনেক ক্ষেত্রে, যেভাবে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in