যে হৃদয় ভরে আছে পবিত্রতাতে
তার আলো মেখে নাও
চোখে-মুখে-হাতে।
বেছে বেছে কথা বলো
ভেবে ভেবে হেসে ওঠো তাই
স্রোতের মাছের কাছে
শিখে নাও প্রকৃত লড়াই।
মানুষের ক্ষতস্থানগুলোয়
বুলিয়ে দাও প্রশান্ত হৃদয়
ভেবো না এ নিখাদ প্রলাপ
দেখো তারা হয়ে উঠবে ঠিক
এক-একটা অক্ষত গোলাপ।
কোনো দিন থাকে না সেদিন
ডাকো তাকে ডাকো না যতই।
স্মৃতিরা কবিতা হয়ে যায়
প্রতিদিন কবিতার দিন।