যে হৃদয় ভরে আছে পবিত্রতাতে
তার আলো মেখে নাও
চোখে-মুখে-হাতে।
যে হৃদয় ভরে আছে পবিত্রতাতেতার আলো মেখে নাওচোখে-মুখে-হাতে। বেছে বেছে কথা বলোভেবে ভেবে হেসে ওঠো তাইস্রোতের মাছের কাছেশিখে নাও প্রকৃত লড়াই। মানুষের ক্ষতস্থানগুলোয়বুলিয়ে দাও প্রশান্ত হৃদয়ভেবো না এ নিখাদ প্রলাপদেখো তারা হয়ে উঠবে ঠিকএক-একটা অক্ষত গোলাপ। কোনো দিন থাকে না সেদিনডাকো তাকে ডাকো না যতই।স্মৃতিরা কবিতা হয়ে যায়প্রতিদিন কবিতার দিন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in