এক আকাশ কালো তারার নিচে
জেগে আছি শুকতারার দিকে চেয়ে
এক আকাশ কালো তারার নিচেজেগে আছি শুকতারার দিকে চেয়েঅযুত আলোকবর্ষ পার হয়ে ছায়াপথ ধরেকৃপার মণ্ডলে ঢুকতে পারব কি? সংশয়…তবু টানি দাঁড়, ঢেউ ঠেলি দুহাতেআর খুঁজে যাই বরাভয়-স্পর্শবিশ্বস্ত সময় মুঠো ভরে সাজিয়েছে সবআঙুলের আলগা ফাঁক দিয়ে কখন পিছলে গেছেমূল্যহীন দিনযাপন, হিসেব নেই তারউত্তুরে হাওয়া হা হা করে কড়া নেড়েজীবনের পলেস্তারা খসিয়ে যখন অনাবৃত করছে,তখন ভরসা শুধু অখণ্ড ধ্রুবপথ…অন্ধকার আকাশের নিচে জেগে আছি শুকতারার দিকে চেয়েবাড়াও অভয় স্পর্শ, মধুগন্ধে ভরুক চরাচরকৃপাবাতাসের জোয়ারে ভাসুক তরীকরুণাধারায় স্নাত হয়ে পার হই অশান্ত পারাবার।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in