এক আকাশ কালো তারার নিচে
জেগে আছি শুকতারার দিকে চেয়ে
অযুত আলোকবর্ষ পার হয়ে ছায়াপথ ধরে
কৃপার মণ্ডলে ঢুকতে পারব কি? সংশয়…
তবু টানি দাঁড়, ঢেউ ঠেলি দুহাতে
আর খুঁজে যাই বরাভয়-স্পর্শ
বিশ্বস্ত সময় মুঠো ভরে সাজিয়েছে সব
আঙুলের আলগা ফাঁক দিয়ে কখন পিছলে গেছে
মূল্যহীন দিনযাপন, হিসেব নেই তার
উত্তুরে হাওয়া হা হা করে কড়া নেড়ে
জীবনের পলেস্তারা খসিয়ে যখন অনাবৃত করছে,
তখন ভরসা শুধু অখণ্ড ধ্রুবপথ…
অন্ধকার আকাশের নিচে জেগে আছি শুকতারার দিকে চেয়ে
বাড়াও অভয় স্পর্শ, মধুগন্ধে ভরুক চরাচর
কৃপাবাতাসের জোয়ারে ভাসুক তরী
করুণাধারায় স্নাত হয়ে পার হই অশান্ত পারাবার।