গীতার বাণী ও শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে মানবজীবনের নানা সমস্যার বিশ্লেষণ

গীতা ও কথামৃতের আলোকে জীবন গঠননন্দ চৌধুরীপ্রকাশক : বড়জোড়া সাহিত্য সংসদবড়জোড়া, বাঁকুড়া২০০.০০ জীবনের পথ কণ্টকাকীর্ণ। সেই পথে কী কৌশলে চললে সমস্ত সংকট অতিক্রম করে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা যায়, তা শিক্ষা করা ও নিষ্ঠার সঙ্গে অনুশীলন করাই হলো জীবন গঠন। আর সেই জীবন যদি হয় ঈশ্বরমুখী, তবে তা হয়ে ওঠে সহজ ও সুন্দর। নন্দ চৌধুরীর রচিত গীতা ও কথামৃতের আলোকে জীবন গঠন বইটি সেই ভাবাদর্শই বহন করে। বইয়ের নাতিদীর্ঘ কলেবরে লেখক গীতার বাণী ও শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে মানবজীবনের নানা সমস্যার বিশ্লেষণ এবং সমাধানের ওপর আলোকপাত করেছেন। গীতার অমৃতময় উপদেশ, যা শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের জীবনে প্রতিফলিত হয়েছে, সে সবই যে সমস্যাক্লিষ্ট মানুষের সুস্থ, সুন্দর জীবনগঠনের উপকরণ তা আলোচ্য গ্রন্থে লেখক প্রাঞ্জলভাবে ব্যক্ত করেছেন। গ্রন্থের প্রতিটি অধ্যায়ই অভিনব। লেখকের চিন্তন ও মননে আত্মিক জাগরণের আকাঙ্ক্ষা ল‌ক্ষণীয়। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in