জীবনানন্দ দাশকে একদিন বলা হয়েছিল নির্জনতার কবি। তাঁর কবিতার প্রতি

জীবনানন্দ দাশকে একদিন বলা হয়েছিল নির্জনতার কবি। তাঁর কবিতার প্রতি অনুরাগবশতই এই কথা বলেছিলেন কবি বুদ্ধদেব বসু। “আবার বলি, তিনি আমাদের নির্জনতম কবি। আধুনিক বাংলা কাব্যের নানা ঘাত-প্রতিঘাত তাঁকে যে স্পর্শমাত্র করেনি, এটাকে নিন্দে ক’রে বলা যায় যে তিনি আত্মকেন্দ্রিক, প্রশংসা ক’রে বলা যায় যে তিনি আত্মনিষ্ঠ, চরিত্রবান।”১ যখন বলেছিলেন, তখন প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম তিনটি কবিতার গ্রন্থ—ঝরা পালক (১৯২৭), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) এবং বনলতা সেন (১৯৪২)-এর প্রথম সংস্করণ। এই তিনটির মধ্যে প্রথম সংকলনটিতে জীবনানন্দ নিজস্ব কবিকণ্ঠের স্বাতন্ত্র্য ঘোষণা করেছিলেন বেশ স্পষ্টভাবেই, কিন্তু সেই কবিতাগুলিতে একাকিত্বের এবং নির্জনতার অনুভব স্পষ্ট ছিল না। বরং বলা যায়, বিশ্ব-অস্তিত্বের পরিব্যাপ্ত বৈচিত্রের মধ্যে নিজেকে সবেগে প্রক্ষেপ করাই ছিল তাঁর রচনার অভিমুখ। ঝরা পালক-এর অনেক কবিতাতেই কাজী নজরুল ইসলামের মনোভঙ্গির স্পর্শ পাওয়া যায়। যদিও জীবনানন্দকে পৃথগ্‌ভাবে চিনেও নেওয়া যায়। ঝরা পালক সংকলনটি যদিও জীবনানন্দের কবিতার আলোচনায় খুব বেশি গুরুত্ব পায় না। তার কারণ, এর পর থেকেই কবি যেন নিজের নিঃসঙ্গতাকেই বিভিন্ন দিক থেকে তুলে ধরেছিলেন ধূসর পাণ্ডুলিপি এবং পরবর্তী সংকলনগুলিতে। কিন্তু ঝরা পালক-এর কবিতাগুলিকে একদিক থেকে চিন্তনযোগ্য মনে হয়, কারণ কবি এখানে নির্জনতা বা একাকিত্বের উপলব্ধিকে সরিয়ে রেখে বিচিত্র বিশ্বের সঙ্গে মিলিত হওয়ারই বাসনা পোষণ করেছিলেন। ঝরা পালক-এর কবিতা থেকে দুটি দৃষ্টান্ত দেওয়া যায়— “চলছি উধাও, বল্গাহারা—ঝড়ের বেগে ছুটি!শিকল কে সে বাঁধছে পায়ে!কোন্ সে ডাকাত ধরছে চেপে টুটি!—আঁধার আলোর সাগরশেষেপ্রেতের মতো আসছে ভেসে!”২ “লভিয়াছে বুঝি ঠাঁইআমার চোখের অশ্রুপুঞ্জে নিখিলের বোন-ভাই!আমার গানেতে জাগিছে তাদের বেদনা-পীড়ার দান,আমার প্রাণেতে জাগিছে তাদের নিপীড়িত ভগবান,আমার হৃদয়যূপেতে তাহারা করিছে রক্তস্নান,আমার মনের চিতানলে জ্ব’লে লুটায়ে যেতেছে ছাই!আমার চোখের অশ্রুপুঞ্জে লভিয়াছে তারা ঠাঁই।”৩ একাকিত্বের প্রশ্নই ওঠে না। উদ্ধৃত কবিতাটিতে বিশ্বজনের সঙ্গে কবি মিলতেই চেয়েছেন। সেজন্যই ঝরা পালক-এর অন্তর্গত হয়েছে স্বামী বিবেকানন্দের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য। বারো স্তবকের কবিতাটির একটি স্তবকই উদ্ধৃত হলো— “কৃষ্ণচক্র সমক্লৈব্যের হৃদে এসেছিলে তুমি ওগো পুরুষোত্তম,এসেছিলে তুমি ভিখারীর দেশে ভিখারীর ধন...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in