শ্রীরামকৃষ্ণ তাঁর শ্রীমুখে নিজ জীবন সম্পর্কিত নানা ঘটনা, ধর্মাচরণ ইত্যাদি বিষয় নিয়ে

শ্রীরামকৃষ্ণ তাঁর শ্রীমুখে নিজ জীবন সম্পর্কিত নানা ঘটনা, ধর্মাচরণ ইত্যাদি বিষয় নিয়ে ভক্তদের মাঝে যাকিছু বলেছেন তা লিপিবদ্ধ রয়েছে শ্রীম-কথিত শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত গ্রন্থে। গ্রন্থটিতে আমরা দেখি, শ্রীরামকৃষ্ণ একটি গান ভক্তদের শুনিয়েছেন—“ডুব্ ডুব্ ডুব্ রূপসাগরে আমার মন।” গানটি অন্ততপক্ষে নয়বার উচ্চারিত হতে দেখা যায় তাঁর গন্ধর্বনিন্দিত কণ্ঠে, কিন্তু গানটির রচয়িতা সম্পর্কে তেমনভাবে অনেকেই অবহিত নয়। ২০১০ সালে প্রকাশিত অসীম কুমার কর্মকারের ডুব্ ডুব্ ডুব্ রূপসাগরে : কুবির গোঁসাই-এর সুনির্বাচিত একশত সংগীতের অঞ্জলি (১ম খণ্ড) থেকে জানা যায়, এই গানটি লিখেছিলেন কুবির গোঁসাই, যাঁর লেখা গানের সংখ্যা ২০০-এর বেশি। দুই কুবির গোঁসাইয়ের জন্ম ১১৯৪ বঙ্গাব্দের ফাল্গুন পূর্ণিমায় অবিভক্ত নদিয়া জেলার চুয়াডাঙায়।১ অনুসন্ধানে জানা যায়—তাঁর উপাধি ছিল ‘সরকার’, জাতিবৃত্তি ছিল তাঁত বোনা, যা স্থানীয় লোকে ‘যুগি’ বলে জানে। কুবিরের পিতা ছিলেন মুসলমান সাধক, আর মা ছিলেন যুগি। তাঁদের বাস ছিল রাইখালি গ্রামে। সেখানেই কুবির জন্মগ্রহণ করেন। কুবিরের বয়স যখন দেড়-দুই বছর, তখন কুবিরের মা পার্শ্ববর্তী মধুপুর গ্রামে এসে থাকতে শুরু করেন। এখানেই তাঁর বাল্য, কৈশোর এবং যৌবনের কিছু সময় কেটেছে।২ মুসলমান সাধকের ঔরসে জন্ম হলেও কুবির গেয়েছেন—“আমি তোদের শত্রু নই—/জাতে হিন্দু ছেলে আল্লা বলে/ করি শমনজয়ী।”৩ সেসময় নদিয়া জেলার বিভিন্ন অঞ্চলে ‘বঁদগান’ বলে একরকম তর্জাজাতীয় গান চলত, অনেকটা কবিগানের মতো উক্তি-প্রত্যুক্তিমূলক।৪ এই বঁদগানের গায়ক হিসাবে কুবির বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। মুখে মুখে আশ্চর্য কায়দায় তিনি গান বঁাধতেন এবং সহগামী বন্ধুদের সাথে তিনি নদিয়া ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে গান গেয়ে রোজগার করে বেড়াতেন। তাঁর এই পেশা সম্পর্কে তিনি নিজেই একটি গানে জানাচ্ছেন—“আমার নাম কুবির কবিদার।/ এই দেশে দেশে করে বেড়াচ্ছি রোজগার॥”৫ কুবির বিভিন্ন শাস্ত্র পড়েছিলেন—কেবল হিন্দু শাস্ত্র নয়, কোরান-হাদিস, শরীয়ত-মারেফত প্রভৃতি ইসলামি শাস্ত্র ও তত্ত্ব সম্পর্কেও তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন—কিছুটা নেশায়, কিছুটা পেশার খাতিরে। গান বঁাধতে বঁাধতে একসময় তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে—বঁদগানের আসরে তাঁর ডাক পড়তে থাকে। আশপাশের মুসলমান বঁদগায়কদের সাথে পাল্লা দিতে গিয়ে তাঁকে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in