মঞ্চটা কোনো নৃত্য গীত
বা অভিনয়ের নয়
তুলসীমঞ্চ।
এটা ওটা গাছের পাশেই
দু-চারটে তুলসী চারা
বেশ দৃষ্টি কেড়েছে সেখানে।
আশপাশের গাছগুলোর
বাড়বাড়ন্তেই হোক
বা মাটির দোষেই হোক
কিংবা আমারই
চোখ আর মনের ভুলেই হবে হয়তো
সামান্য সর্দিতে মধু দিয়ে খেলেও
কাজ দিচ্ছে না পাতাগুলো।