যেখানেই যাই, যে কাজই করি, মনে হয়
তুমি যেন আমার ছায়াসঙ্গী, আমার পাশে পাশে আছো—
কথা বলো, হাত ধরে অন্ধকার পার করে দাও,
প্রখর রোদে মাথার ওপর ছায়া হয়ে থাকো
তুমুল বৃষ্টিতে মেলে ধরো ছাতা,
ভুল দিকে পা বাড়ালে বাঁশি বাজিয়ে টেনে আনো সঠিক রাস্তায়…
প্রতিদিন, প্রতি‌ক্ষণ তোমার পাঠশালা আমাকে
জ্ঞানবান, ঋদ্ধ করে তোলে,
তোমার নির্মল দুটি চোখ আমাকে আধ্যাত্মিক জীবনের তৃষা জাগায়—
দিনের শেষে তুমি যখন আমার সামনে

আয়না হয়ে দাঁড়াও
সারাদিনের ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত সব পাপ, স্বীকারোক্তি
আমি তোমার পদতলে সমর্পণ করি—
গভীর অমানিশার পর
ভোরের নির্মল আলোয় স্নাত, নিষ্কলুষ হয়ে
শুভ্র জীবনের দিকে পা বাড়াই,
এগিয়ে চলি…