তোমার জন্য আসন পেতেছি ভুঁয়ে
তোমার জন্য ঘণ্টা ঘড়ির সাজ
তোমার জন্য পুষ্প বাতাসা ছুঁয়ে
মুহূর্ত গুনি কবে কবে মহারাজ—
ধূপে ও ধুনোয় আকাশ ভরলো লাল
ক্রমশ আগুন জ্বলছে নিভছে বেশ
যজ্ঞের বেদি পুণ্য সিঁদুর টিকা
উপোস অন্তে ফলাহার-সন্দেশ।
ইষ্ট ইষ্ট ছয় রিপু সংযম
ভক্ত ভক্তি তুমুল হর্ষধ্বনি
গোপন গভীর নীরবতা ভেঙে ভেঙে
জ্ঞানের পাহাড় দুর্লভ সোনাখনি
জপেছি দুপুর বিেকল প্রহর চার
দেখা দাও প্রভু এক নয় বারবার
সত্যি সে ক্ষণ আসবে কী কোনোদিন?
বুক থরোথরো পৃথিবী বাক্যহীন…
শান্ত বাতাসে প্রশ্নের ঘনঘটা
উত্তরহীন নিঃসীম নীরবতা।