সুবিধা অসুবিধা যা হবার হোক, কোমর বেঁধে করতে হবে। At any cost (যাই হোক না কেন) করব এ ভাব থাকলে মহা বিপত্তি যা তোমাকে গ্রাস করবে

সুবিধা অসুবিধা যা হবার হোক, কোমর বেঁধে করতে হবে। At any cost (যাই হোক না কেন) করব এ ভাব থাকলে মহা বিপত্তি যা তোমাকে গ্রাস করবে মনে করছ, শেষে দেখবে তারাই তোমার বন্ধুর কাজ করে দিয়ে গেল। তবে আন্তরিক Struggle (চেষ্টা যত্ন) করা চাই। সুবিধা কি কখনো হয়? কর্তব্য বুঝে করে যাবে। তুমি তো অজর অমর আছই। তুমি কেন সুবিধা খুঁজে বেড়াবে? এ সকল তো তোমারই সৃষ্ট। সমুদ্রে স্নান করতে হবে বলে বসে রইল। মতলব, তরঙ্গ থেমে গেলে স্নান করবে। Nonsense (বাজে কথা)। সে কি কখনো হয়? ধাক্কাধাক্কি খেয়ে তুমি স্নান করে এলে; সমুদ্র যেমন তেমনই রইল। সংসারের এই তরঙ্গের মধ্যেই ভগবানকে ডেকে নিতে হবে। সুবিধা খোঁজা কোন কাজের কথা নয়। Now or never (করতে হয় তো এখন, ভবিষ্যতের জন্য ফেলে না রেখে) লেগে যাও, অসুবিধা সুবিধা হয়ে যাবে।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in