তির্যক রাতের আলো…

আশরীর জড়িয়েছে জলীয় গেরস্থালি

মাঝির বাসার কাছে

জলটুঙি ওড়াল ঐ গ্রহণের চাঁদ

নাইকুণ্ডে টেনে আনি সপ্তরথীর অমোঘ অস্ত্রাঘাত।

সুভদ্র ভ্রমরকৌটো বুকে আগলেছে দেখো, পরমায়ু তাহার

সে হেসে, পাশে বসে মুখ ফিরিয়েছে

তার কাছে নশ্বরতা ম্লান…

অমঙ্গলের হাওয়া বয় যুদ্ধস্থল জুড়ে

বাক ও লিপির মাঝে তবু ব্যবধান ঈশ্বরীপ্রমাণ…

পরিযায়ী ছিল যারা, কেউ কেউ মারা যাবে

কেহ বা ফিরিয়া যাবে ঘরে

সেকথা জেনেই, শোনো,

কাঁটাগুল্ম পায়ে দলে দেবীতটে এগোচ্ছেন রামপ্রসাদ সেন…