চোখের সামনে কত দৃশ্য বদলে যায়!
পৃথিবীর একাকী দেহ…
কখনো অশান্ত জীব!
কখনো শান্ত, শব….
কত যে পৃথক মানুষ, জীবজন্তু, গাছপালা—
বড় হয়, বুড়ো হয়…
এ সবই প্রকৃতির বিনয়।
অথচ কী আশ্চর্য
তোমার মুখচ্ছবি এখনও প্রকৃতি পেল না!
কত উৎসব কত আনন্দ
তোমার দেহে জন্মায়,
তোমার দেহে-ই মরে!
জীবন কারোর বশবর্তী নয়
সে একরোখা….
রোদের ভেতর আঁধার চুইয়ে পড়ে
গাছের পাতায়—
শামুকের গায়ে নীরব আবছায়া…
তোমার বুকের খাঁচায় বন্দী কোরো না দুরন্ত চড়ুইদের—
এবার বরঞ্চ উপেক্ষায় থাক প্যালেটের অশ্রুনদী…