বঙ্গজননীর মাতৃক্রোড় সুজলা-সুফলা-শস্যশ্যামলা হলেও সর্বত্র তা নয়। মূলত পশ্চিমাঞ্চলের বাঁকুড়া-পুরুলিয়ার

পুণ্যভূমি বাঁকুড়ার প্রণম্য সাধক সাধিকা। নিতাই নাগ। গণ চেতনা প্রেস, বাঁকুড়া। ২০২১। ২০০ টাকা। বঙ্গজননীর মাতৃক্রোড় সুজলা-সুফলা-শস্যশ্যামলা হলেও সর্বত্র তা নয়। মূলত পশ্চিমাঞ্চলের বাঁকুড়া-পুরুলিয়ার মতো রুক্ষ জেলাগুলি আজও এসবের থেকে বহুদূরে অবস্থান করে। তবে কঠিন পাথরের বুকেই যেমন তৃষ্ণার জল জমে থাকে, যাতে মানুষের পিপাসা মেটে—ঠিক তেমনি এই জেলায় যুগে যুগে এসেছেন নানান সাধক-সাধিকা, যঁাদের সাধনা আর ত্যাগে আপামর মানুষের জীবনতৃষ্ণা দূর হয়েছে। সেসব সাধক ও সাধনার ইতিহাস আলোকপ্রদায়ী হলেও এখন প্রায় বিস্মৃত বলা চলে। বর্তমান আলোচ্য গ্রন্থ পাঠে কিন্তু মনে হয়, সেই জীবন-আলোচনা এখনো পুরানো হয়নি বরং বাঁকুড়া জেলার সাধকদের ত্যাগ ও সাধনার কথা নবীন প্রজন্মের জানা বিশেষ প্রয়োজন। সেই ল‌ক্ষ্যে লেখক বহু পরিশ্রমে তিপান্ন জন সাধক-সাধিকার জীবনের ঘটনা স্বপ্ন পরিসরে সংকলিত করেছেন এই গ্রন্থে। যেকোনো উৎসাহী পাঠক ও গবেষকের কাছে এই গ্রন্থ আকর্ষণীয় হয়ে উঠবে। আশা করা যায়, আগামী দিনে এই প্রয়াস আরো গবেষণার সুযোগ করে দেবে।   মহাজীবনের জলছবি : শ্রীরামকৃষ্ণ-শ্রীশ্রীমা-স্বামীজীর ভালবাসার কথা। স্বামী তথাগতানন্দ। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার। ২০২২। ৮০ টাকা। । ২০০ টাকা। স্বামী তথাগতানন্দের লেখা Some Inspiring Illustrations of Sri Ramkrishna, Holy Mother and Swamiji and Their Love শীর্ষক গ্রন্থটি বাংলায় অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক থেকে। যদিও এর আগে এই গ্রন্থটির একটি অনুবাদ শ্রীরামকৃষ্ণ জীবনের ত্রিধারা নামে ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল জগদ্দল বিবেকানন্দ এডুকেশন সোসাইটি থেকে। তবে এবার নতুন প্রাঞ্জল অনুবাদে, নতুন রূপে ও নামে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজীর সাধারণ মানুষের প্রতি মমতা-প্রেমের উজ্জ্বল প্রতিভাস বাণীরূপে ফুটে উঠেছে এই গ্রন্থটিতে।   রামকৃষ্ণ ভাবান্দোলনের পটভূমি রাসমণির জন্মভূমি হালিশহর। শিবসৌম্য বিশ্বাস। তুহিনা প্রকাশনী। ২০২২। ১৫০ টাকা। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল থেকে শুরু করে পরবর্তী যুগের রচনাতেও হালিশহরের ধর্ম-কর্মের গৌরবগাথা বারবার উঠে এসেছে। ধর্ম-কর্ম-সাধনার প্রাণকেন্দ্র হালিশহর বহু অধ্যাত্মব্যক্তিত্বের স্মৃতিকে ধারণ করে রেখেছে—যাঁদের মধ্যে রামপ্রসাদ, শ্রীচৈতন্যের দীক্ষাগুরু ঈশ্বরপুরী, রানি রাসমণি, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য কেদারনাথ চট্টোপাধ্যায়...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in