ভগবান্ শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য, উদ্বোধনের প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী, অধুনা আমেরিকায় কালিফোর্ণিয়া প্রদেশে
ভগবান্ শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য, উদ্বোধনের প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী, অধুনা আমেরিকায় কালিফোর্ণিয়া প্রদেশে বেদান্তপ্রচারে নিযুক্ত স্বামী ত্রিগুণাতীতকে ইনি [গিরিন্দ্রলাল বসাক] বিশেষ ভক্তিশ্রদ্ধা করিতেন। উদ্বোধন প্রচারের পূর্ব্ব হইতেই ইনি উক্ত স্বামীকে নিজ বাটীতে (১৪নং রামচন্দ্র মৈত্রের লেন—যেখানে এখন উদ্বোধন কার্য্যালয় অবস্থিত) লইয়া রাখিয়াছিলেন এবং পরম যত্নে তাঁহার সেবা করিতেন। উদ্বোধনের কার্য্য পরিচালনায় ইনি স্বামী ত্রিগুণাতীতকে বরাবর নানারূপে সাহায্য করিয়া আসিয়াছেন। ১৩০৯ সালের আষাঢ় মাসে স্বামী বিবেকানন্দের মহাসমাধির কিছু পূর্ব্ব হইতেই স্বামী ত্রিগুণাতীতকে নানা কার্য্যে বাধ্য হইয়া কলিকাতা পরিত্যাগ করিতে হয়। এই সময় ইনিই উদ্বোধনের সমুদয় কার্য্য পরিচালন করিতেন। পরে উক্ত সালের অগ্রহায়ণ মাসে স্বামী ত্রিগুণাতীত বেদান্তপ্রচারকার্য্যে আমেরিকা গমন করিলে ইঁহারই আগ্রহে ও উদ্যোগে উদ্বোধন আসন্ন অকালমৃত্যু হইতে রক্ষা পায়! ১৩০৯ সালের মাঘ হইতে ১৩১০ সালের পৌষ পর্য্যন্ত ইনি নিয়মিত ভাবে উদ্বোধনের কার্য্য পরিচালনা করেন। পরে সাংসারিক কার্য্যে ব্যস্ততা বশতঃ যদিও নিয়মিত ভাবে ইহার কার্য্য করিতে পারেন নাই, তথাপি নানারূপে আমাদিগকে সাহায্য করিয়া উদ্বোধনের শ্রীবৃদ্ধি সম্পাদনে সচেষ্ট ছিলেন; তাঁহার অকালমৃত্যুতে রামকৃষ্ণ মিশন, বিশেষতঃ উদ্বোধন যে অতিমাত্র ক্ষতিগ্রস্ত হইল তাহাতে সন্দেহ নাই। সকলই ভগবদিচ্ছা! গিরীন্দ্র বাবু গৃহস্থ হইলেও সাধুপ্রকৃতি ছিলেন। সন্ন্যাসী, পণ্ডিত ব্যতীত অন্য সঙ্গে মিশিতেন না এবং সর্ব্বদা সদালোচনা ও সদ্গ্রন্থ পাঠে সময় যাপন করিতেন। উদ্বোধন কার্য্যালয়ে যে কোন ব্যক্তি আসিতেন, তাঁহারই সহিত নানা সদালাপ ও জিজ্ঞাসাবাদ করিয়া তাঁহাকে আপ্যায়িত করিতেন ও স্বয়ং তাঁহার নিকট হইতে শিক্ষালাভে সচেষ্ট হইতেন। তিনি একজন বেশ সংগীতজ্ঞ ছিলেন, তবে উহা নিজ পরমার্থের সহায় স্বরূপে গ্রহণ করিয়াছিলেন বলিয়া প্রকাশ্যে কোন সভায় যাইয়া নিজ গুণ প্রকাশ করিতে সঙ্কুচিত হইতেন। তঁাহার বিশেষরূপ শিল্পানুরাগ ছিল—যাহাতে কোনরূপ নূতন বস্তু প্রস্তুত করিয়া স্বদেশী শিল্পবৃদ্ধির সহায়তা ও তদ্দ্বারা ব্যবসা করিয়া নিজেও কিছু অর্থোপার্জ্জন করিতে পারেন, তজ্জন্য ইনি নানা পুস্তক অধ্যয়ন ও নানা ব্যক্তির সহিত পরামর্শ করিতেছিলেন। দুঃখের বিষয়, তিনি সংকল্প কার্য্যে পরিণত করিতে না করিতেই চলিয়া গেলেন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in