অতুলপ্রসাদ সেন বাঙালির আবেগ। তাঁর গান সর্বকালীন, আবেগ সর্বজনের। এই মানুষটির বহুমাত্রিক প্রতিভাকে
অতুলপ্রসাদ : সার্ধশতবর্ষেসম্পাদনা : গৌর খাঁড়াপ্রকাশক : গৌরহরি খাঁড়াপান্থজন, ১-এ, ২০৪, অভিদীপ্তা-১,৪০১, বরাখোলাকলকাতা-৯৯৩০০.০০ অতুলপ্রসাদ সেন বাঙালির আবেগ। তাঁর গান সর্বকালীন, আবেগ সর্বজনের। এই মানুষটির বহুমাত্রিক প্রতিভাকে বোঝার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন হয় না। গৌর খাঁড়ার সম্পাদনায় অতুলপ্রসাদ : সার্ধশতবর্ষে গ্রন্থের মধ্যে এই কালোত্তীর্ণ মানুষের প্রতিভার বহুমাত্রিক দিকগুলিকে তুলে ধরা হয়েছে। ‘পুরাতনী’ অংশে সংযোজিত হয়েছে তাঁকে কেন্দ্র করে লেখা প্রখ্যাত ব্যক্তিগণের বেশ কিছু দুষ্প্রাপ্য রচনা। বিবিধ মনোজ্ঞ প্রবন্ধের সংকলনে গ্রন্থটি আশা করা যায় পাঠকগণের তৃষ্ণা মেটাবে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in