আরও অনেক কিছুর জন্যেই এখনও
অপে‌ক্ষা রয়ে গেছে।
অরণ্যের গাছে ঝুলে আছে এক ব্যর্থ দোলনা,
আর গাছেরই আড়ালে লুকিয়ে আছে
কালো রঙের হতাশা।
গানের সুর স্তব্ধ হয়ে আছে বলে
অপে‌ক্ষায় আমরাও আছি।
কিছু মানুষ সুখের কথা বলাবলি করছিল,
তারা হাত বাড়িয়ে ধরতে চাইছিল
দোলনার দড়ি।
গাছের শিকড় তখন অন্ধকারে নেমে
খুঁজছিল স্থায়িত্বের ভূমি।