গড়ুরপুরাণ-এ বলা হয়েছে—সর্বপ্রকার তীর্থজলের মধ্যে গঙ্গাজলই পবিত্র। গঙ্গা মরণান্তিক পাপ নাশ করে। ভারতবর্ষের আত্মা ও দর্পণস্বরূপ এই গঙ্গাকে নিয়ে সাহিত্যিক টুটুল মুখার্জী রচনা করেছেন গঙ্গৈব পরমাগতিঃ।

গড়ুরপুরাণ-এ বলা হয়েছে—সর্বপ্রকার তীর্থজলের মধ্যে গঙ্গাজলই পবিত্র। গঙ্গা মরণান্তিক পাপ নাশ করে। ভারতবর্ষের আত্মা ও দর্পণস্বরূপ এই গঙ্গাকে নিয়ে সাহিত্যিক টুটুল মুখার্জী রচনা করেছেন গঙ্গৈব পরমাগতিঃ। গঙ্গৈব পরমাগতিঃটুটুল মুখার্জী তুহিনা প্রকাশনী৩০/৬/২এ মদন মিত্র লেন, কলকাতা-৬৪৬০.০০ এই গ্রন্থে আঠারোটি অধ্যায়ে গোমুখ থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গানদীর বিস্তার, বিবর্তন এবং বিমুগ্ধকর কাহিনি প্রতিভাত। লেখক রামায়ণ, মহাভারত-সহ বহু পুরাণ, গ্রন্থ ও অন্তর্জাল থেকে তথ্য সংগ্রহ করে এই কাহিনি লিপিবদ্ধ করেছেন, কিন্তু তা নিরস ও নিরাধার হয়ে ওঠেনি। লেখক ও তাঁর সঙ্গীদের গঙ্গানদীর অভিযান-পথে পাঠকও অনায়াসে ভ্রমণসঙ্গী হয়ে উঠতে পারবে। কথোপকথনের সহজ ভঙ্গিতে জেনে নিতে পারবে গঙ্গার অপার মহিমা। সঙ্গে গঙ্গাকেন্দ্রিক অসংখ্য রঙিন আলোকচিত্র যোগ্য সঙ্গত দেয়। এই গঙ্গানদী দূষণের ফলে যে বিষময় পরিবেশ সৃষ্টি হচ্ছে, তাও সযত্নে এখানে অঙ্কিত। ভাল লাগে দেখে, এই গ্রন্থটির মুদ্রণ ও প্রকাশে গঙ্গার আধ্যাত্মিক ভাব অক্ষুণ্ণ।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in