রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এলাহাবাদ থেকে ১৯০১ সালে প্রকাশিত হয়েছিল বাংলা সাহিত্য-সংস্কৃতির উল্লেখযোগ্য পত্র ‘প্রবাসী’। বাংলার বাইরে থেকেও বাংলা ভাষা-সংস্কৃতির গতিপথ সেদিন যেমন রামানন্দবাবুর সম্পাদনায় রূপায়িত হয়েছিল, আজও তেমনি সেই ধারায় ভারতবর্ষের নানান প্রান্ত থেকে বাংলা ভাষার পত্র-পত্রিকা প্রকাশিত হয়। যেখানে অদম্য উৎসাহে ভাষা-সংস্কৃতির নানান সংকট ও সম্ভাবনাকে খুঁজে দেখার চেষ্টা করা হয়। যেমন—নবী মুম্বাই থেকে সদ্য প্রকাশিত ‘নববর্ষ ১৪২৯’ সংখ্যাটি। এই পর্বে এই ষাণ্মাসিক পত্রিকাটি দশম বর্ষে পদার্পণ করল। বাংলার বাইরে থেকে বাংলা ভাষা-সংস্কৃতির অঙ্গ হিসাবে একটি পত্রিকাকে ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার আন্তরিক ইচ্ছাকে সত্যিই কুর্নিশ জানাতে হয়। বাংলা পত্র-পত্রিকার প্রধান ধারা যেখানে বিষয়কেন্দ্রিক হয়ে উঠছে, সেখানে দঁাড়িয়ে ‘লোনা হাওয়া’ গল্প, কবিতা, নিবন্ধে হয়ে উঠেছে সকলের পাঠযোগ্য একটি সাহিত্যপত্রিকা।