শেষের দিনে হাসির খোরাক
ভালবাসায় পাগলা সানাই—
হোঁচট শুধুই ক্লান্ত স্বভাব
শুরুর হিসেব, তোমায় দিলাম
বাসার আবার মন্দ ভাল
যাযাবর সে, কেনই বা চায়?
প্রিয় নদীর নাম জানা নেই
গভীর আশা ‘তোমার পানে’ যায়…
আবার এসো বলল যারা,
তারাই বুঝি শুভাকাঙ্ক্ষী?
ভিনদেশে যে ঘর বানাত
প্রিয় সফর, নামতা জানি!
গল্প জুড়ে শব্দমিছিল
অন্তরে আর মিল হলো না,
কাব্যে ফেরে নাব্যতা তার
সফর শেষেও ঘর মেলে না।