দুর্জয় আশরাফুল ইসলাম

পাখিটি কি তোমায় নাম ধরে ডাকে?

আরেকটা বিকেল ফুরোয়। ম্লান হয় গানের খাতা।

হাওয়া খেয়ে যায় বিবিধ বাসনার সুর।

তোমাকে বলার গল্পে ফিরে আসে রাজহাঁস,

কতক কবিতার, বাকিটুকু ধর্ম অনুষঙ্গে।

আমাদের পৃথিবীতে উনুন চর্চা নেই, যেহেতু

অন্ন সন্ধান রাজনৈতিক, আর আমরা পূতপবিত্র

জলের দোসর। তোমাকে কিছু বলা হয় না তাই

তবুও কৌতূহল, গোপনে সীমারেখা টপকাতে চায়