প্রকৃতি-লালিত বঙ্গজীবন উৎসব-মেদুর ছন্দে দোলায়িত হয় অনিমেষ। সেখানে ঋতুর আনাগোনা নিসর্গের ক্যানভাসে যেমন যেমন
প্রকৃতি-লালিত বঙ্গজীবন উৎসব-মেদুর ছন্দে দোলায়িত হয় অনিমেষ। সেখানে ঋতুর আনাগোনা নিসর্গের ক্যানভাসে যেমন যেমন তুলি বোলাতে থাকে, তেমন তেমন ভাবে বাঙালির বর্ণিল আবেগ সুখযাপন করে চলে। বিবিধ পালাপার্বণে এই প্রদেশের গৌরবসিক্ত সমৃদ্ধিশালী ইতিহাস আলোকিত হয়ে ওঠে বারে বারে। ভরা শস্যখেতের আনন্দতান আমন্থর মেঘচ্ছায়ার মতো নদনদীর বুকে জলতরঙ্গের মূর্ছনা জাগিয়ে এসেছে দীর্ঘদিন। অতীত পরিপূর্ণতার প্রতিচ্ছবি আজকের নানান উৎসব। এই অনুষ্ঠানগুলি বাঙালির প্রাণে এতখানি মিলেমিশে গিয়েছে যে, সেগুলিই এখন তাদের বর্ষপঞ্জি ও কালগণনার কষ্টিপাথর হয়ে দাঁড়িয়েছে। হেমন্তের ভরা খেতে স্বর্ণগোধূলি নিজের রং বুলিয়ে দিয়ে যাবে বলে বাঙালির দিনগোনা যখন শেষ হয়ে আসে, তখনি চান্দ্র আশ্বিন মাসের শুক্লপক্ষে তাদের জীবনতারে উৎসবের রাগিণী সপ্তমসুরে পরানগীতি গেয়ে ওঠে। আগমনি টানে আকাশের সিতমেঘ নেমে এসে যেন নদীপাড়ে ঘন কাশের শুভ্র বিকাশ বুনে দেয়। নীলচে নদী ভাটিয়ালি আলাপে চেয়ে দেখে অনন্ত নীলিমাকে। বাঙালির শ্যামল মনে আনন্দময়ীর চরণনূপুর বেজে চলে রুনুঝুনু।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in