স্বামী অদ্ভুতানন্দজী কাশী সম্বন্ধে বলতেন : “বিশ্বনাথ জাগ্রত দেওতা (দেবতা)। কোটি কোটি লোক এখানে পূজো

[পূর্বানুবৃত্তি : ফাল্গুন সংখ্যার পর]।।২।। স্বামী অদ্ভুতানন্দজী কাশী সম্বন্ধে বলতেন : “বিশ্বনাথ জাগ্রত দেওতা (দেবতা)। কোটি কোটি লোক এখানে পূজো দিতে আসে।”১২ একবার এক ভক্তকে বলেছিলেন : “তুমি ৺বিশ্বনাথ দর্শন কর্‌তে গিয়েছিলে।… হাঁ, রোজ যাবে। ৺বিশ্বনাথ আছেন—সত্য বল্‌ছি, আছেন। সাক্ষাৎ বিশ্বনাথ রয়েছেন। তবে কারো কাছে—প্রকাশ, কারো কাছে—গোপন।”১৩ একদিন জনৈক ভক্ত তাঁর মাসিমার কাছে বিশ্বনাথকে পাথর বলেছিলেন। সেদিন তিনি যখন লাটু মহারাজকে প্রণাম করতে গেলেন—দরজার কাছ থেকেই শুনলেন, লাটু মহারাজ বলছেন : “শালা! তোর কি কর্ম আছে রে? শালা! তুই পাথর দেখবি না ত কি বিশ্বনাথকে দেখবি?” পরে ভক্তটির সঙ্গে কুশলপ্রশ্নাদি করে তাঁকে বলেন : “বেশ, যাবার আগে বিশ্বনাথ দর্শন করে যেও। আর তাঁর প্রসাদী বেলপাতা নিয়ে যাবে, তাই রোজ রোজ একটু একটু খেও।”১৪ যারাই মহারাজের কাছে যেত, তাদের সকলকেই তিনি কাশীত্যাগ করার সময় বিশ্বনাথ বা অন্নপূর্ণার প্রসাদ দিতেন। তিনি নিজেও ঐ প্রসাদ খুব ভক্তিভরে গ্রহণ করতেন। বলতেন : “৺বিশ্বনাথ নিজে মা অন্নপূর্ণার প্রসাদ খান। ৺বিশ্বনাথের প্রসাদ হয় মোটা চাল আর রুটির।… অন্নকূটের প্রসাদ ধারণ করলে অন্নবস্ত্রের কষ্ট থাকে না।”১৫ মহারাজ অন্নকূটের প্রসাদ ডাকে আমেরিকাতেও পাঠিয়েছেন। একবার যখন তাঁর শরীর খুব খারাপ, তাঁকে ধরে ধরে অন্নপূর্ণার দর্শন করাতে নিয়ে যাওয়া হলো। তিনি অন্যের সাহায্য নিয়ে কোনোরকমে বিগ্রহের সামনে উপস্থিত হয়ে ভিড়ের মধ্যে করজোড়ে নিস্পন্দ নিষ্পলক দৃষ্টিতে দেবীকে দর্শন করতে থাকেন। তাঁর দুই চোখে তখন অবিরল ধারা, সর্বাঙ্গে শিহরন। তাঁকে ভিড় ঠেলে বের করে ফেরত নিয়ে যাওয়া হলো, কিন্তু ভাবের উপশম না হওয়ায় সেদিন তাঁর আর কিছু খাওয়া হলো না। চুপচাপ শুয়ে রইলেন।১৬ সাত-আট বছর কাশীতে বাস করলেও লাটু মহারাজ মাত্র একবার অন্নকূটের সময় অন্নপূর্ণাকে দর্শন করেন। অন্নপূর্ণার স্বর্ণপ্রতিমা দেখে তিনি ভাববিভোর হয়ে যাওয়ায় মন্দিেরর মহান্ত তাঁকে ফাঁকা জায়গায় নিয়ে যান। এরপর থেকে মহান্ত মহারাজ অন্নপূর্ণার প্রসাদ তাঁকে পাঁড়ে হাবেলি বা হাড়ারবাগের বাড়িতে মাঝে-মাঝে পাঠিয়ে দিতেন। মহারাজ সেই প্রসাদ শুকনো করে রেখে দিতেন; নিজে ধারণ করতেন ও ভক্তদেরও...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in