কাশীধামের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বামী অদ্ভুতানন্দজীর স্মৃতি। স্বামী অদ্ভুতানন্দজী বা ‘লাটু মহারাজ’

কাশীধামের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বামী অদ্ভুতানন্দজীর স্মৃতি। স্বামী অদ্ভুতানন্দজী বা ‘লাটু মহারাজ’ তাপসচরিত্র ও নির‌ক্ষর হওয়া সত্ত্বেও শাস্ত্রের গভীর মর্মজ্ঞ হওয়ার জন্য সুপরিচিত। জীবনের শেষ প্রায় আট বছর তিনি কাশীতেই বাস করেন। এর আগে তিনি দুবার কাশীতে এসেছিলেন বলে জানা যায়। প্রথমবার লাটু মহারাজ কাশীতে আসেন ১৮৮৬ সালে শ্রীরামকৃষ্ণের দেহর‌ক্ষার কিছুকাল পরে শ্রীমা, তাঁর কয়েকজন সঙ্গিনী ও স্বামী যোগানন্দজীর সঙ্গে। তাঁরা কোথায় বাস করেছিলেন জানা যায় না। তাঁরা মাত্র কয়েকদিন কাশীতে বাস করেন।১ বিশ্বনাথের পূজা, প্রধান প্রধান দেবদেবী ও সাধু-সন্তদের দর্শন করে একদিন সকলে মিলে ভাস্করানন্দ স্বামীর আশ্রমে যান। সেদিন তাঁর সঙ্গে লাটু মহারাজের অনেক কথা হয়। পরবর্তিকালে স্বামী অদ্ভুতানন্দজী বলেছিলেন : “ভাস্করানন্দ স্বামী বললেন, ‘কোথাও ঘুরো না, ঘুরলে কিছু পাবে না। এক জায়গায় বসে তাঁকে ডাকো, ভগবান নিশ্চয়ই তোমাকে দয়া করবেন। জানো, ছেলেবয়সে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেকের সঙ্গ করেছি। পায়ে হেঁটে চারধাম গিয়েছি—কেদারবদরী, জগন্নাথ, দ্বারকা, রামেশ্বর। তখন রেল ছিল না, কি কষ্ট বুঝতে পারছো! এত ঘুরেও আমার কিছু মিলে নাই—যে দুঃখ, সেই দুঃখই রয়ে গেলো। তখন এইখানে এই বাগানে বসে প্রতিজ্ঞা করলুম—হয় ভগবান লাভ হবে, না হয় শরীর যাবে। যা হোক, এখন আমার কিছু আনন্দলাভ হয়েছে।’ তিনি হাতে ছড়ি নিয়ে বেড়াতে বেড়াতে ঐ কথা বল্‌ছিলেন; মন্দিরে তখন তঁার মূর্তির পূজা হচ্ছিলো। তাই খুব খুশী মনে আমাদের জিগ্‌গেস কর্‌লেন—‘ওখানে কি হচ্ছে, বলতো?’ আমি বললুম—‘আপ্ নারায়ণ হ্যায়, আপকো পূজা হোতা হ্যায়।’ তখন তিনি হেসে বললেন—‘কেয়াবাৎ’। যেন বালকের ভাব।”২ এছাড়াও তাঁরা বেণীমাধব দর্শন করেছিলেন বলে জানা যায়। এখান থেকে তাঁরা সকলে বৃন্দাবনে চলে যান। এরপর লাটু মহারাজ কাশী আসেন ১৯০৩ সালে। ঐবছর দুর্গাপূজার পর নিবারণ দত্ত, নন্দলাল ব্রহ্মচারী, পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় এবং রাজেন্দ্রকুমার মুখোপাধ্যায় তাঁর সঙ্গে আসেন। শেষোক্ত দুজন সমস্ত ব্যয়ভার বহন করেন। তাঁরা গয়াধাম হয়ে কাশীতে আসেন। গয়ার মহন্ত মহারাজ তাঁদের সকলকে অত্যন্ত খাতির-যত্ন করেন। কিন্তু তাঁর অনুরোধ সত্ত্বেও লাটু মহারাজ সেখানে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in