কালিতে লিখেছি কালী৷ খালি মন৷ অসংবাদী জবা৷
স্বভাবে ফতুর আমি, চতুরতা, শব্দে-শব্দে হৃদি
বিধিতে নিপুণ করি৷ জয়তারা,

কালিতে লিখেছি কালী৷ খালি মন৷ অসংবাদী জবা৷স্বভাবে ফতুর আমি, চতুরতা, শব্দে-শব্দে হৃদিবিধিতে নিপুণ করি৷ জয়তারা, কারণের প্রভাসাধিতে সাধিতে দিন, নেশাতুর, অমানিশা নিধি৷খণ্ড-চঁাদে দণ্ড-পল৷ শিবমতি৷ রাতুল-চরণ৷আমাকে কে পায়? তারা৷ কাটামুণ্ড, খড়্গ-স্বরূপিণীরক্তজিহ্বা, মহাকাল, চারি হস্ত, ঘোর শৃগালিনী…সাধনবেদিতে দেবী৷ আজ্ঞাচক্র৷ তন্ত্র আস্বাদন৷কালিকা বালিকা মাত্র৷ পঞ্চবটী৷ গঙ্গা প্রবাহিতা৷কুলুধ্বনি, কুণ্ডলিনী—উদারা-মুদারা দুই আঁখি…ক্ষুধা-তৃষ্ণা নিবারিত৷ রক্তজবা হৃদিমধ্যে রাখি৷ভৈরবী, সাধনবস্তু—তৃতীয় নয়নে জাগরিতা৷কালি-কালী মহাকালী৷ তাতল-সৈকতে লিখি নাম৷আমি কি অধিক জানি! নদীবক্ষে, তীর্থ মনস্কাম…

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in