ভগিনী নিবেদিতার সার্ধশতবর্ষে তাঁকে স্মরণ করে ইতিমধ্যে নানা ধরনের পুস্তক ও স্মরণিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির প্রকাশিত

ভগিনী নিবেদিতার সার্ধশতবর্ষে তাঁকে স্মরণ করে ইতিমধ্যে নানা ধরনের পুস্তক ও স্মরণিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির প্রকাশিত কবিতা-সংকলন নিবেদিতাকে নিবেদিত পুস্তকটি স্বাতন্ত্র্যের দাবি রাখে। অতীতদিনের খ্যাতনামা কবি থেকে বর্তমান সময়ের মোট ১৭১ জন কবির কবিতার সংকলন এটি।গ্রন্থটির পর্ববিন্যাস অতি আকর্ষণীয়। প্রথম পর্বে রয়েছে ভগিনী নিবেদিতার লেখা কবিতা। দ্বিতীয় পর্ব থেকে চতুর্থ পর্বে রয়েছে প্রত্যক্ষদর্শী, সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের লেখা কবিতা। পঞ্চম পর্বে জন্মসাল অনুযায়ী কবির লেখা অন্তর্ভুক্ত। যেসব কবির জন্মসাল পাওয়া যায়নি তাঁদের বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়েছে ষষ্ঠ পর্বে। শেষ অর্থাৎ সপ্তম পর্বে ভগিনী নিবেদিতার সময়ানুক্রমিক জীবনালেখ্য স্থান পেয়েছে। গিরিশচন্দ্র ঘোষের অসামান্য উৎসর্গলিপিটি বড় সুন্দর। স্বামীজীর লেখা আশীর্বাণী আমাদের অনুপ্রাণিত ও ঋদ্ধ করে তোলে। সরলাবালা সরকার, সুব্রহ্মণ্য ভারতী প্রমুখ খ্যাতনামা কবিদের কবিতাগুলিও এই বইতে সংকলিত হয়েছে।গ্রন্থটির প্রচ্ছদ ও মুদ্রণ যথাযথ। যেটুকু ভুলভ্রান্তি রয়েছে তা পরবর্তী সংস্করণে সংশোধন করে নেওয়ার আশ্বাস তিন সম্পাদক তাঁদের প্রস্তাবনায় রেখেছেন। গ্রন্থটি পাঠকগণের চিত্তকে যে আপ্লুত করবে, নিবেদিতার চরণে নিবেদিত হতে আমাদের যে প্রাণিত করবে তা বলাই বাহুল্য।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in