মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমন্ত্রণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার
মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমন্ত্রণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান জব চার্নকের তৃতীয় তথা শেষবারের জন্য সুতানুটি গ্রামে আসা ব্রিটিশদের ভারত-উপনিবেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। চার্নক কোনো নগর বা শহর প্রতিষ্ঠা না করলেও কালক্রমে সেই সুতানুটি গ্রাম ও পার্শ্ববর্তী আরো বহু অঞ্চল নিয়ে পরবর্তিকালে গড়ে ওঠে কলকাতা নগরী। সুতানুটিতে আসার বছর আড়াইয়ের মধ্যেই, ১৬৯৩-এর ১০ জানুয়ারি মাত্র তেষট্টি বছর বয়সে এই সুতানুটিতেই মারা গেলেন তিনি। এখানকার মাটিতেই কবর দেওয়া হলো তাঁকে। এখনো কলকাতার সেন্ট জন্স গির্জার পাশের কবরখানায় একটা সৌধের মধ্যে জব চার্নকের কবর আছে। সৌধটি তৈরি করে দেন চার্নকের এক জামাই চার্লস আয়ার। ওটাই হয়তো নগর কলকাতার প্রথম পাকা গাঁথনির সমাধি-সৌধ। জব চার্নক-হীন কোম্পানির সুতানুটি-কুঠির দায়িত্ব পেলেন জনৈক এলিস সাহেব। কিন্তু তাঁর ওপর ভরসা না রাখতে পেরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা মাদ্রাজ থেকে কোম্পানির কমিশরি জেনারেল এবং কুঠিগুলির চিফ গভর্নর জন গোল্ডসবেরাকে সুতানুটি পাঠালেন। গোল্ডসবেরা সুতানুটির হাল দেখে এতই অসন্তুষ্ট হলেন যে, প্রথমেই বরখাস্ত করলেন এলিসকে, তারপর সেখান থেকে কুঠি তুলে আনলেন পাশের কলিকাতা গ্রামে। কিন্তু সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশে তিনিও বেশি দিন থাকতে পারলেন না, মারা গেলেন। অবশ্য মৃত্যুর আগে মাদ্রাজ থেকে চার্নকের জামাই চার্লস আয়ারকে ডেকে এনে কুঠির প্রধানের পদে বসিয়ে দিলেন। সুতানুটি থেকে পাশের গ্রাম কলিকাতাতে প্রতিষ্ঠিত হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি এবং সেইসঙ্গে একটা ছোট কেল্লাও, নাম—ফোর্ট উইলিয়ম। চার্লস আয়ারের নেতৃত্বে কলকাতা গ্রামে আরম্ভ হলো কোম্পানির কুঠির কাজকর্ম। ভালয়-মন্দয় মিশিয়ে কিছু কাল বেশ চলল, কিন্তু অল্পে সন্তুষ্ট থাকার পাত্র ব্রিটিশরা নয়। শুধু বাণিজ্য করে তাদের আশ মেটে না। তাদের লক্ষ্য আরো বেশি, আরো অনেক বেশি। বাংলার তৎকালীন সুবেদার আজিম-উন-সানকে ‘নজরানা’ দিয়ে ইংরেজরা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে বার্ষিক ১৩০০ সিক্কা টাকার বিনিময়ে সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুর গ্রাম তিনটির প্রজাস্বত্ব কিনে নিল। ১৬৯৮ সালের ১০ নভেম্বর (১৫ জামাদি, ১১১০ হিজরি) বড়িশায় সাবর্ণ রায়চৌধুরীদের আটচালায় স্বাক্ষরিত হলো...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in