উনিশ শতকের ধর্মীয়-সামাজিক প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ নামের পরিব্যাপ্তি শুধুই
শ্রীরামকৃষ্ণ ও বাংলা কথাসাহিত্যসৌমেন রক্ষিতপ্রকাশক : নারায়ণচন্দ্র ঘোষঅক্ষর প্রকাশনী১৮এ, টেমার লেনকলকাতা-৯২৫০.০০ উনিশ শতকের ধর্মীয়-সামাজিক প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ নামের পরিব্যাপ্তি শুধুই ধর্মচেতনার পরিমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আজও নেই। সাধারণ মানুষের জীবনচর্চার মধ্যে তিনি এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছেন যে, বাংলা কথাসাহিত্যও তাঁর প্রভাব থেকে মুক্ত নয়। দীর্ঘকাল ধরেই গল্প-উপন্যাসের মধ্যে শ্রীরামকৃষ্ণ নামের ও ভাবের বিস্তৃত প্রকাশ ঘটেছে। কীভাবে ঠাকুর ‘অনায়াসেই কথাসাহিত্যের বিষয়-আশয় হয়ে উঠেছেন’ সেটিই লেখক সৌমেন রক্ষিত বিধৃত করেছেন তাঁর এই সুন্দর গবেষণাগ্রন্থে। পাঁচটি অধ্যায় ভাগ করে বিষয় ও সংরূপগত দিক থেকে লেখক যেভাবে বাংলা কথাসাহিত্যে শ্রীরামকৃষ্ণের সামগ্রিক জীবনকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপিত করেছেন তা প্রশংসাযোগ্য।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in