কথা শেষ হয়ে গেলে
অনেক কথা থেকে যায় গাছের কোটরে
পাহাড়ের জঙ্গলে
আকাশের অনাবিল নীলে।
কথা থেকে যায় বৃষ্টির আয়োজনে
রাত্রির অধরা আলোর মধ্যে
অনেক পিছনে ফেলে আসা
কবিতার অক্ষরমালায়।
কথারা শেষ হতে জানে না
নানা রং মেখে দরজার চৌকাঠে
দেরাজের গোপন কুঠুরিতে
বেঁচে থাকার গল্প নিয়ে বেঁচে থাকে।