‘বসুমতী সাহিত্য মন্দির’ বললে আমাদের মনে আসে ঊনবিংশ শতাব্দীর কলকাতার বটতলার কথা, যেখানে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক সাধারণ
‘বসুমতী সাহিত্য মন্দির’ বললে আমাদের মনে আসে ঊনবিংশ শতাব্দীর কলকাতার বটতলার কথা, যেখানে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক সাধারণ মানুষ আর পাঁচটা সাধারণ বাংলা বইয়ের দোকানের মতো একটা ছোট্ট দোকান চালাতেন। ১৮৮০ সালে (১২৮৭ বঙ্গাব্দে) তিনি এখানেই স্বাধীনভাবে বইয়ের ব্যবসা শুরু করতে স্থাপন করেন বসুমতী সাহিত্য মন্দির। সেই ছোট বিন্দুর মহাসিন্ধু হয়ে ওঠা এবং তার কর্মব্যস্ত রূপের ছবি আমরা পাই প্রণতি মুখোপাধ্যায়ের স্মৃতি থেকে : “প্রতিদিনই ভোর থেকে রাত্রি পর্যন্ত বিচিত্র ধরনের কাজের ব্যস্ততা চলেছে তো চলেছেই, সারা রাতেও তার বিরাম নেই।” এই কার্যের প্রধান কান্ডারি উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের একজন গৃহী পার্ষদ। দারিদ্র- দুঃখপীড়িত উপেন্দ্রনাথকে ঠাকুর আশীর্বাদ করেছিলেন, তাঁর আর্থিক সমস্যা দূর হবে। বসুমতী সাহিত্য মন্দিরের কর্মব্যস্ত অতীত দিনের প্রধান মানুষ ছিলেন দুজন—একজন হলেন প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আরেকজন উত্তরসূরি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। গ্রন্থ প্রকাশের পাশাপাশি উপেন্দ্রনাথের পত্রিকা প্রকাশের প্রতি ঝোঁক ছিল প্রবল। ১২৯৬ (১৮৮৯)-তে তিনি বিডন স্কোয়ার থেকে সাহিত্যকল্পদ্রুম নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন, যেখানে স্বামীজীর করা The Imitation of Christ-এর অনুবাদ ‘ঈশানুসরণ’ প্রকাশিত হয়। ১৩০৩ বঙ্গাব্দের কোনো একসময় তিনি সাপ্তাহিক বসুমতী প্রকাশ করেন। পরে ২১ শ্রাবণ ১৩২১ (৬ অগস্ট ১৯১৪) দৈনিক বসুমতী প্রকাশ করেন। আরো পরে ১৩২৯ (১৯২২) বঙ্গাব্দে সচিত্র মাসিক বসুমতী প্রকাশিত হতে শুরু করে, যা দীর্ঘ আটচল্লিশ বছর (১৩২৯—১৩৭৭) নিরবচ্ছেদে প্রকাশিত হয়েছিল। বসুমতী পত্রিকার সার্বিক লক্ষ্য ছিল—সাধারণ পাঠককে বিচিত্র বিষয়ে অবহিত করা। ভারতীয় ধর্ম-দর্শন প্রচারের পাশাপাশি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী ছিল এর মূলমন্ত্র। সাধারণ পাঠকদের উপযোগী চিত্তরঞ্জক বড় গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণকাহিনি, রম্যরচনা প্রকাশের পাশাপাশি বিদেশের বিজ্ঞান বিষয়ক ও অন্যান্য নানা খবরাখবর এবং আরো বহুবিধ বিষয় পত্রিকায় জায়গা পেয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের বিক্ষুব্ধ উত্তাল সময়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির আলোচনাও বাদ যায়নি। এই পত্রিকা সম্পাদনায় যুক্ত হয়েছেন—হেমেন্দ্রপ্রসাদ ঘোষ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, যামিনীমোহন কর, শশিভূষণ দত্ত, প্রাণতোষ ঘোষ প্রমুখ। ১৯৬৪ সালে দৈনিক বসুমতীর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in