করোনা মহামারী মানব-সভ্যতাকে যখন এক জিজ্ঞাসার সামনে দাঁড় করিয়েছিল, তখন স্বামী প্রিয়ব্রতানন্দ

মহাপ্রাণ জীবনের লীলাচিন্তন : ঐশী জগতের কিছু কথাস্বামী প্রিয়ব্রতানন্দপ্রকাশক : স্বামী সুপর্ণানন্দরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক, কলকাতা-২৯১৫০.০০ করোনা মহামারী মানব-সভ্যতাকে যখন এক জিজ্ঞাসার সামনে দাঁড় করিয়েছিল, তখন স্বামী প্রিয়ব্রতানন্দ (নিশীথ মহারাজ) বেলুড় মঠে দীর্ঘদিন আধ্যাত্মিক পরিসরে থেকে এই সংকট থেকে মুক্তির সন্ধান করেছেন। চিকিৎসক হিসাবে একদিকে যেমন সাধুদের সেবা করেছেন, তেমনই বৃহত্তর সমাজে মানুষকে আধ্যাত্মিক আলোর সন্ধান দিয়েছেন। তাঁর সেই অনুভব এবং প্রাচীন সাধুদের সঙ্গ করার অপূর্ব অভিজ্ঞতার কথা এই পুস্তকের মাধ্যমে প্রকাশ করে তিনি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আকর্ষণ করে নিয়েছেন। বইটিতে শ্রীরামকৃষ্ণের সাধনা ও অবদান, শ্রীমায়ের মানবজাতিকে আপন ক্রোড়ে আশ্রয় দেওয়ার কাহিনি, বিবেকানন্দের মানবপ্রেম সম্পর্কে আলোচনার পাশাপাশি রয়েছে স্বামী নির্বাণানন্দ থেকে স্বামী শিবময়ানন্দ পর্যন্ত পনেরো জন প্রাচীন সাধুর সান্নিধ্যলাভের কাহিনি। গ্রন্থটি নিঃসন্দেহে পাঠককুলকে আনন্দদান করবে।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in