স্বামী ত্যাগীশানন্দের সঙ্গে যোগাযোগের ফলে স্বামী মাধবানন্দ, স্বামী যতীশ্বরানন্দ
স্বামী ত্যাগীশানন্দের সঙ্গে যোগাযোগের ফলে স্বামী মাধবানন্দ, স্বামী যতীশ্বরানন্দ প্রমুখ সন্ন্যাসীদের পূত সান্নিধ্যে আসার সৌভাগ্যলাভ করেছিলাম আমি। এঁদের মধ্যে যঁার অমোঘ প্রভাব আমার ওপর ছিল, তিনি হলেন শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য স্বামী আত্মপ্রকাশানন্দ—রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি এবং কিছু সময়ের জন্য বেলুড় মঠের ম্যানেজার৷ সংঘে যোগদানের পূর্বে মহারাজ ছিলেন এক তেজীয়ান বিপ্লবী, যিনি ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতকে মুক্ত করার জন্য মৃত্যুবরণেও প্রস্তুত ছিলেন। পরবর্তিকালে রামকৃষ্ণ সংঘে থাকাকালে তাঁর শিশুসুলভ সরলতা, শান্ত ও মধুর স্বভাব এবং সৎ কার্যের প্রতি অদম্য নিষ্ঠা আমাদের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠেছিল। সকলের কাছে তিনি ছিলেন ‘প্রিয় মহারাজ’। বাস্তবিকই সুন্দর হাসির সঙ্গে স্নেহ ও ভালবাসা ছড়িয়ে দিয়ে তিনি সকলের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। স্বামী বিবেকানন্দের ‘দরিদ্রের মধ্যে ঈশ্বরের সেবা ও পূজা’র মন্ত্রে অনুপ্রাণিত স্বামী ত্যাগীশানন্দ (যিনি স্বামী আত্মপ্রকাশানন্দের থেকে বয়সে ছোট ছিলেন) যখন ত্রিচুরে হরিজন বালকদের জন্য একটি বিদ্যালয় চালাচ্ছিলেন, তখন সম্ভবত স্বামী আত্মপ্রকাশানন্দ তাঁর সম্পর্কে জানতে পারেন। হয়তো একই মনোভাব এবং আদর্শগতভাবে অধিকাংশ স্থলে একমত হওয়ার কারণে এই দুই সন্ন্যাসীর মধ্যে এক অসাধারণ প্রীতি ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠেছিল। স্বামী আত্মপ্রকাশানন্দ তাঁর স্বভাবসিদ্ধ মিষ্টি হাসি-সহ স্বামী ত্যাগীশানন্দকে ‘Big Sorr’ বলে সম্বোধন করতেন, যদিও সেই বিদ্যালয়ের ছেলেরা তাদের প্রিয় প্রধানশিক্ষক স্বামী ত্যাগীশানন্দকে ‘Big Sir’ বা ‘Head Master’ বলে সম্বোধন করত। ১৯৪৭ সালের অগস্ট মাসে স্বামী আত্মপ্রকাশানন্দ ব্যাঙ্গালোর (বর্তমানে বেঙ্গালুরু) আশ্রম দর্শনে যান এবং স্বামী ত্যাগীশানন্দের সঙ্গে থাকতে শুরু করেন৷ তাঁদের মধুর সম্পর্ক দেখলে মনটা আপনিই ভাল হয়ে যেত৷ স্বামী আত্মপ্রকাশানন্দ খুব কম কথা বলতেন; সংঘের একজন গুরুত্বপূর্ণ বর্ষীয়ান সন্ন্যাসী হওয়া সত্ত্বেও আচরণে তাঁর পদমর্যাদার কোনো লক্ষণ প্রকাশ পেত না। তিনি আমাদের মধ্যে একজন সাধারণ সন্ন্যাসী হিসাবেই থাকতেন—সত্যি বলতে কী, একেবারে আমাদের মতোই। কখনোই তাঁর উপস্থিতি অন্যের অস্বস্তির কারণ হতো না। একবার চার-পাঁচ দিন ধরে তাঁর ঘরটি কেউ পরিষ্কার করতে যায়নি। একদিন সকালে হঠাৎ তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
