তোমার ছায়ায় বসি জীবনদেবতা,
তোমার বাতাসে ভাসে অমৃতকথন।
বরাভয় পার করে এ মাটির বুকে,

তোমার ছায়ায় বসি জীবনদেবতা,তোমার বাতাসে ভাসে অমৃতকথন।বরাভয় পার করে এ মাটির বুকে,নিয়ে আসে জগতের অপার জীবন।ভিক্ষা করে ফিরে আসি করুণারহিত,আমাদের প্রতিদিন পার্থিবের কাছে।সাকার-নিরাকার দ্বন্দ্ব নিয়ে থাকি,কল্পতরু মন শুধু আলেয়ায় বাঁচে।আঁধার পৃথিবী জানে আলোকের দাম,নশ্বর জীবন তবু হিসেবেই স্থির।তোমার করুণা ছাড়া অকূল পাথার,ভাগচাষি ওরে মন এই পৃথিবীর।অগাধ জীবন পরে রয়ে যাবে জানি,একমুঠো জ্ঞান-অন্ন আসে যদি ঘরে।গঙ্গা দিয়ে বয়ে গেল কতটা সময়…আমি একা বসে থাকি দক্ষিণেশ্বরে।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in