কাশী সেবাশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা চারুচন্দ্র দাস স্বামী বিবেকানন্দকে প্রথম দর্শন করেন ১৮৯৭ সালের
উদ্বোধন পত্রিকার গত ফাল্গুন সংখ্যার (ফেব্রুয়ারি ২০২৪) ১৩৫ পৃষ্ঠায় প্রকািশত শ্রীরামকৃষ্ণের একটি লিথোগ্রাফ ছবি সম্পর্কে বলা হয়েছে—‘স্বামী নিরঞ্জনানন্দ শ্রীরামকৃষ্ণের এই লিথোগ্রাফ ছবিটি চারুচন্দ্র দাসকে দিয়েছিলেন’। ছবিটি সম্পর্কে আরো তথ্য অনুসন্ধান করতে গিয়ে রীতিমতো চমকিত হই। উদ্বোধন-এর পাঠকবর্গের জ্ঞাতার্থে সেটি নিবেদন করলাম। তথ্যগুলি পেয়েছি স্বামী অব্জজানন্দের স্বামীজীর পদপ্রান্তে গ্রন্থে। কাশী সেবাশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা চারুচন্দ্র দাস স্বামী বিবেকানন্দকে প্রথম দর্শন করেন ১৮৯৭ সালের ফেব্রুয়ারিতে, যাতায়াত শুরু করেন বরানগর মঠে। শ্রীরামকৃষ্ণের ঈশ্বরকোটি পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দজী তাঁকে রামকৃষ্ণ-ভাবাদর্শে গভীরভাবে অনুপ্রাণিত করেন এবং শ্রীরামকৃষ্ণের এই লিথোগ্রাফ ছবিটি উপহার দেন। অভিভূত চারুচন্দ্র শ্রদ্ধা সহকারে ছবিটি কলকাতায় নিজের গৃহে স্থাপন করে প্রতিদিন ধ্যান-প্রার্থনা করতে থাকেন। ১৮৯৮ সালে তিনি বিশ্বনাথের আশ্রয়ে জীবন অতিবাহিত করার অভিপ্রায়ে কাশীযাত্রা করেন, সঙ্গে নিয়ে যান এই ছবিটিও। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি প্রতিদিন রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য পাঠ ও চর্চায় মগ্ন হন এবং বিবেকানন্দের বাণীতে উদ্বুদ্ধ হয়ে দুঃস্থ অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। এই কালে কাশীতে আগমন করেন স্বামী নিরঞ্জনানন্দজী। চারুচন্দ্র ও তাঁর বন্ধুরা স্থির করেন তাঁর কাছে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের কথা শুনবেন। যুবক দলের অন্যতম কেদারনাথ মৌলিকের গৃহে এই পাঠচক্রের ব্যবস্থা হয়। চারুচন্দ্রের গৃহ থেকে শ্রীরামকৃষ্ণের এই আলোকচিত্রটি নিয়ে এসে সাজানো হয়। কেদারনাথ ইতিপূর্বে দেখেননি শ্রীরামকৃষ্ণের কোনো চিত্র। এই চিত্রটি দেখে তাঁর মনে হলো—“… যেন আমার বহুকালের ও অতি পরিচিত আপনার।… যেন ছবিটি জীবন্ত—আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। আমি যেদিকে মুখ ফেরাচ্ছি, সেইদিকেই যেন মূর্তিটি এসে আমার সামনে বসছেন। এইভাবে কিয়ৎক্ষণ চলার পর, আমি বিহ্বল হয়ে গেলাম। তিনি যে ভগবান, কি মহাপুরুষ—এইসব ভাবনা তখনও আমার মনে মোটেই উদয় হয়নি, কেবল মনে হলো—আমার বহুদিনের আকাঙ্ক্ষিত প্রিয়জনের দর্শন পেয়ে আজ যেন কৃতকৃতার্থ হলাম।” যথাসময়ে স্বামী নিরঞ্জনানন্দজী এখানে এসে রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গ করে উদ্দীপিত করে তোলেন এই যুবক দলকে। ঐবছর (১৮৯৯) শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে এই আলোকচিত্রখানি ঐখানে প্রতিষ্ঠা করে তিনি বিশেষ পূজা ও হোম করেন। পরে স্বভাবসিদ্ধ ওজস্বিনী ভাষায় শ্রীরামকৃষ্ণের...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in