অবতার ও তাঁর অন্তরঙ্গ পার্ষদরা মানবজাতির বৌদ্ধিক ও আধ্যাত্মিক সম্পদ। তাই তাঁদের বিচরণভূমি, জন্মস্থান, লীলাক্ষেত্র
অবতার ও তাঁর অন্তরঙ্গ পার্ষদরা মানবজাতির বৌদ্ধিক ও আধ্যাত্মিক সম্পদ। তাই তাঁদের বিচরণভূমি, জন্মস্থান, লীলাক্ষেত্র পরবর্তিকালের কাছে তীর্থক্ষেত্র হয়ে ওঠে। এমনই এক তীর্থভূমি জনবহুল উত্তর কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণ-পার্ষদ স্বামী ত্রিগুণাতীতানন্দজীর স্মৃতি নিয়ে। স্বামী ত্রিগুণাতীতানন্দজীর পূর্বনাম সারদাপ্রসন্ন মিত্র। জন্ম ৩০ জানুয়ারি ১৮৬৫, সোমবার, বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনার পাইকহাটি অঞ্চলের নাওরা গ্রামে তাঁর মামার বাড়িতে। মাতামহ নীলকমল সরকার ছিলেন বংশানুক্রমে ঐ অঞ্চলের প্রতাপশালী জমিদার। মামাবাড়িতেই সারদাপ্রসন্নর জন্ম ও প্রায় তিন বছর বয়স পর্যন্ত বাস। সারদাপ্রসন্নের পিতৃবংশ হলো উত্তর চব্বিশ পরগনার বারাসতের নিকটবর্তী কাঠোরের প্রসিদ্ধ মিত্র বংশ। তাঁরা বিশ্বামিত্র গোত্রীয় দক্ষিণরাঢ়ী কায়স্থ। কাঠোর অঞ্চলের জমিদার ছিলেন অভিরামচন্দ্র মিত্র। তাঁর পুত্র গোবিন্দরাম, গোবিন্দরামের পুত্র রাজচন্দ্র। রাজচন্দ্রের পুত্র রামতনু মিত্রের পুত্র শিবকৃষ্ণ মিত্র। এই শিবকৃষ্ণ১ মিত্র তাঁর পৈতৃক বাড়ি থেকে কলকাতায় চলে এসে নন্দনবাগান অঞ্চলে বাস করতে থাকেন। পারিবারিক সূত্রে জানা যায় যে, তিনি শারীরিক অসুস্থতা বা পারিবারিক কোনো কারণে কাঠোর থেকে উত্তর কলকাতায় চলে আসেন স্ত্রী এবং জ্যেষ্ঠ পুত্র ও কন্যাদের সঙ্গে নিয়ে। পরিবারের পূজার লক্ষ্মীর হাঁড়ি ছাড়া প্রায় বিশেষ কিছুই সঙ্গে নিয়ে আসেননি।২ শিবকৃষ্ণ কলকাতায় এসে একতলা বাড়ি কেনেন বর্তমান স্থানে—১৬৪ আপার সার্কুলার রোডে। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হলে তিনি তিন বছরের সারদাপ্রসন্নকে তার মামাবাড়ি থেকে নিয়ে আসেন নন্দনবাগানের নিজস্ববাড়িতে। এখানে নন্দনবাগান অঞ্চল সম্বন্ধে কিছু বলা প্রয়োজন। উনিশ শতকের শুরুতে হাতিবাগান, নন্দনবাগান, হালসিবাগান, শিকদারবাগান প্রভৃতি এলাকা পতিত জমি ও জঙ্গলে পরিপূর্ণ ছিল।৩ ১৮৩৬ সালে Lieutenant Abercromby-র মানচিত্রে কলকাতার অন্তর্ভুক্ত যে-গ্রামগুলি চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে অন্যতম হলো শহরের পূর্বদিকে নন্দনবাগান।৪ মারাঠা ডিচ ছিল আদি কলকাতার সীমানা। মারাঠা ডিচের পূর্বদিকে ছিল নন্দনবাগান, ধনিয়াবাগান, কাশিয়াবাগান, ফুলবাগান প্রভৃতি এলাকা। নাম দেখেই বোঝা যায় এগুলি বাগানবাড়ির সূত্র ধরে পরিচিতিলাভ করেছিল।৫ ‘ব্ল্যাক জমিদার’ গোবিন্দরাম মিত্রের বাগানবাড়ি ছিল সেকালের কলকাতার ঠিক গায়ে—মারাঠা ডিচের পূর্বপাড়ে। কলকাতার গা ঘেঁষে গোবিন্দরাম এবং তাঁর দেখাদেখি পরে আরো কয়েকজন বনেদি জমিদার বাগানবাড়ি তৈরি...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in