শ্রী অনির্বাণের (১৮৯৬—১৯৭৮) সন্ন্যাসনাম শ্রীমৎ নির্বাণানন্দ সরস্বতী।
পুনর্জন্মশ্রী অনির্বাণপ্রকাশক : শ্রী অনির্বাণ হৈমবতী ট্রাস্ট২৫০.০০ শ্রী অনির্বাণের (১৮৯৬—১৯৭৮) সন্ন্যাসনাম শ্রীমৎ নির্বাণানন্দ সরস্বতী। তিনি একসময় আর্যদর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি ভারতীয় সাধনার সত্যদর্শনের বিবৃতি দিয়েছেন। তঁার উল্লেখযোগ্য গ্রন্থ বেদ-মীমাংসা রবীন্দ্র-পুরস্কারে সম্মানীতও হয়েছে। বেদ-ভাষ্যের সঙ্গে সঙ্গে অরবিন্দ-ভাষ্য রচনাতেও তিনি বারংবার অভিনন্দিত হয়েছেন। বৈদিক সাহিত্য ও অরবিন্দ সাহিত্যে তাঁর নিয়মিত প্রবচন বিশেষ স্মরণীয়। উপনিষদ-ভাষ্য প্রভৃতিতে তিনি জীবনের উপলব্ধ সত্যকে সর্বতোভাবে প্রচার করতে চেয়েছেন। বর্তমান গ্রন্থটি তেমনই পুনর্জন্ম বিষয়ে নতুন আলোকপাত, যেখানে বেদান্ত ও বিজ্ঞানের সমন্বয়ে তিনি পুনর্জন্মকে প্রতিপাদিত করতে চেয়েছেন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in