উনিশ শতকের মধ্যভাগে কলকাতায় ইউরোপীয় আদর্শে আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়। অ্যাকাডেমিক কলাকৌশল দ্বারা

উনিশ শতকের মধ্যভাগে কলকাতায় ইউরোপীয় আদর্শে আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়। অ্যাকাডেমিক কলাকৌশল দ্বারা অনুশীলনকারী শিল্পীদের মাধ্যমে কলকাতায় শিল্পশি‌ক্ষার প্রসার ঘটে। ১২৯২ বঙ্গাব্দে শিল্প পুষ্পাঞ্জলি পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত শরৎচন্দ্র দেবের ‘কলিকাতার ইতিহাসে’ লেখাটি থেকে জানা যায়, দেশে ব্যাবহারিক শিল্পের উন্নতির জন্য ‘সোসাইটি ফর দ্য প্রমোশন অব ইন্ডাস্ট্রিয়াল আর্টস’ নামে একটি সভা সংগঠিত হয়। উক্ত সভায় দেশি ও বিদেশি বহু ভদ্রলোক মিলিত হন। সভাটি সংঘটিত হয় হজসন প্রাটের আবাসে। এই সভায় সভাপতিত্ব করেন স্যার সিসিল বিডন এবং কার্যনির্বাহক সমিতির সভ্য হন রেভারেন্ড জে. লর্ড, উইলিয়াম মনি, কিশোরীচঁাদ মিত্র, রাজা প্রতাপচন্দ্র সিংহ প্রমুখ। ঐ সভায় স্থির হয়—১) গঠিত দ্রব্য (Models) এবং প্রকৃত দ্রব্য (Natural Objects) দেখে অঙ্কন ও স্থাপত্য সম্পর্কীয় অঙ্কন (Architectural drawing), ২) ধাতুর ওপর খোদাইকার্য (Etching), কাঠের ওপর খোদাইকার্য (Wood Engraving), লিথোগ্রাফি, ৩) মৃন্ময়পাত্র নির্মাণ (Pottery) এবং মাটি, মোম প্রভৃতি বিভিন্ন বস্তু নির্মাণের শি‌ক্ষা দেওয়া হবে। যদিও এই প্রতিষ্ঠানে উচ্চ অঙ্গের শিল্পশি‌ক্ষা দেওয়া আসল উদ্দেশ্য ছিল না, ল‌ক্ষ্য ছিল—দেেশর মানুষ যাতে সহজে জীবিকা অর্জনে সমর্থ হয়। সেই উদ্দেশ্যেই ‘দ্য ক্যালকাটা স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্ট’-এর সূচনা হয়েছিল। এই বিদ্যালয়টি পাইকপাড়া রাজাদের গরানহাটার বাড়িতে ১৮৫৪ সালের অগস্ট মাসে খোলা হলেও নভেম্বরের মাঝামাঝি চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মহম্মদ আলি পার্কের বিপরীতে মতিলাল শীলের ‘শীল্‌স ফ্রি কলেজ’ ভবনে চলে আসে। প্রথমদিকে স্কুল অব ইন্ড্রাস্ট্রিয়াল আর্টে মডেলিং ও আর্কিটেক্টুরাল ড্রয়িং শেখাতেন মুসে রিগো এবং পরবর্তিকালে এনগ্রেভিং ও লিথোগ্রাফির ক্লাস নিতেন ফ্রান্সিস ফাউলার। ১৯১৫ সালে ৫ মির্জাপুর স্ট্রিট থেকে প্রকাশিত হিন্দু জাতি ও শি‌ক্ষা গ্রন্থে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ‘শিল্প বিদ্যালয়’ অধ্যায়ে এই বিদ্যালয় স্থাপনের কথা লিখেছেন। তাঁর বিবরণ থেকে জানা যায়, ১৮৫৫ সালে কাঠখোদাই শিল্প শেখানোর জন্য ইংল্যান্ড থেকে ফ্রান্সিস ফাউলারকে আনা হয়েছিল। তিনি এও জানান, ঐ বছরে বিদ্যালয়ে তিনটি বিভাগ তৈরির কথা স্থির হয়—১) মডেলিং অ্যান্ড মৌল্ডিং, ২) এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফি, ৩) হায়ার ড্রয়িং অ্যান্ড পেইন্টিং; এছাড়া ফটোগ্রাফিক...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in