আকাশ নেমেছে মাটির বুকের কাছে
মাটির কান্না আকাশকে ছুঁতে চায়,
দিগন্ত রেখা সরে যায় দূরে দূরে
এগিয়ে গেলেই অনন্ত পাওয়া যায়।

আকাশ নেমেছে মাটির বুকের কাছেমাটির কান্না আকাশকে ছুঁতে চায়,দিগন্ত রেখা সরে যায় দূরে দূরেএগিয়ে গেলেই অনন্ত পাওয়া যায়। কুয়াশা-চাদর ছিন্ন করেছে সূর্যছায়াকে সরিয়ে মূর্ত হয়েছে কায়া,সে-যেন বাজায় জীবনের রণতূর্যঅমৃত পরশে ভাঙছে শেকল-মায়া। বিবেকের পথে জীবন চলেছে পরমেচেতন আখরে সৃজিত হয়েছে ধন,চিন্তার স্রোত মিলিত হয়েছে মননেএকুশ শতকে সত্য উদ্বোধন৷

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in