আকাশ নেমেছে মাটির বুকের কাছেমাটির কান্না আকাশকে ছুঁতে চায়,দিগন্ত রেখা সরে যায় দূরে দূরেএগিয়ে গেলেই অনন্ত পাওয়া যায়। কুয়াশা-চাদর ছিন্ন করেছে সূর্যছায়াকে সরিয়ে মূর্ত হয়েছে কায়া,সে-যেন বাজায় জীবনের রণতূর্যঅমৃত পরশে ভাঙছে শেকল-মায়া। বিবেকের পথে জীবন চলেছে পরমেচেতন আখরে সৃজিত হয়েছে ধন,চিন্তার স্রোত মিলিত হয়েছে মননেএকুশ শতকে সত্য উদ্বোধন৷
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹80/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in