উদ্বোধন পত্রিকার গত মাঘ ১৪২৯ অর্থাৎ ১২৫ বছরের প্রথম সংখ্যাটি পড়ে কিছু বলতে ইচ্ছে হলো। ১২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে প্রকাশের গৌরব
উদ্বোধন পত্রিকার গত মাঘ ১৪২৯ অর্থাৎ ১২৫ বছরের প্রথম সংখ্যাটি পড়ে কিছু বলতে ইচ্ছে হলো। ১২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে প্রকাশের গৌরব বঙ্গদেশে আর কোনো পত্রিকার ভাগ্যে জোটেনি। এক্ষেত্রে উদ্বোধন অদ্বিতীয়। উদ্বোধন-এর শতবর্ষ উপলক্ষে প্রকাশিত সিডিতে সাহিত্যিক শংকরের প্রদত্ত নাম ব্যবহার করা হয়েছিল—‘হাতের মুঠোয় ১০০ বছর’। একইভাবে গত মাঘ সংখ্যাটিকে বলতে ইচ্ছে হচ্ছে—এটি ‘হাতের মুঠোয় ১২৫’। আসলে পত্রিকার পাতায় পাতায় সারস্বত সাধনার যে মাধুর্য প্রকাশ পেয়েছে, পাঠক অনায়াসে শুরু থেকে এযাবৎকালের একটা সুন্দর অবয়ব ও ধারণা অনায়াসে পাবে। চোখের সামনে ফুটে উঠছে উদ্বোধন-এর ১২৫ বছরের গৌরব। কিন্তু অনেকে রামকৃষ্ণ মঠ-মিশনের মুখপত্র বলে একে ‘অধ্যাত্ম পত্রিকা’র তকমা দিয়ে দূরে সরে থাকে। যারা এমন করে, তারা প্রকৃত সাহিত্য-সাধনা করে না, শুধু সাহিত্যের কঙ্কাল নিয়ে নাড়াচাড়া করে। সচেতনভাবে এই পত্রিকা চর্চা করলে আমরা দেখতে পাব কী প্রবল সাহসিকতা ও উদ্যমকে পাথেয় করে যুগের সঙ্গে তাল মিলিয়ে উদ্বোধন মেলে ধরেছে আপন সত্তাকে। সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত হয়েও কোনো সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেনি উদ্বোধন। তার প্রমাণ শুধু লেখাগুলি নয়, সময়ের নিরিখে উদ্বোধন-এর প্রচ্ছদ এবং পত্রিকার ভিতরের শিল্পকর্মগুলি। এসব নিয়ে প্রচুর গবেষণা হতে পারে। সচেতন মননশীল মানুষ উৎকৃষ্ট জিনিসের মর্ম বুঝবে। উদ্বোধন-এর ডিজাইন, লিপি, গ্রাফিক্স—এগুলিও যথেষ্ট নান্দনিকতার দাবি রাখে। ভাবতে অবাক লাগে, আপাত একঘেয়ে জীবনযাপনের মধ্যে থেকেও সন্ন্যাসীরা কালের নিরিখে কত প্রগতিশীল! এঁরা যে স্বামীজীর আশীর্বাদপুষ্ট—এ তারই প্রমাণ। অনেকে ভাবতে পারেন, সুশৃঙ্খল, সংঘবদ্ধ ও বিশ্বব্যাপী এক সংগঠনের পরিচালনাধীন বলেই উদ্বোধন ১২৪ বছর অতিক্রান্ত করল। কথাটা সর্বাংশে সত্য নয়। ১২৪ বছর ধরে এই প্রবহমানতার কারণ ত্যাগ-তপস্যা ও উদার দৃষ্টিভঙ্গি। কোনো কিছু পাওয়ার দাবি ছিল না মঠ-কর্তৃপক্ষের—আজও নেই। পত্রিকার মাধ্যমেও তঁারা মানুষের সেবা করে চলেছেন। এপ্রসঙ্গে অচিন্ত্যকুমার সেনগুপ্তকে লেখা প্রেমেন্দ্র মিত্রের একটি চিঠির অংশ উল্লেখ না করে পারছি না। প্রেমেন্দ্র মিত্র লিখেছেন : “দুঃখের তপস্যায় সবই অমৃত, পথেও অমৃত, শেষেও অমৃত। সফল হও ভালোই, না হও ভালোই। আসল কথা সফল...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in