উদ্বোধন ১২৫তম বর্ষের প্রথম সংখ্যা হাতে পেয়েই আনন্দে চোখে জল এসে গেল। শুধু স্মৃতিচারণার লেখাগুলিই নয়, মহারাজদের শুভেচ্ছাবাণীগুলিও
উদ্বোধন ১২৫তম বর্ষের প্রথম সংখ্যা হাতে পেয়েই আনন্দে চোখে জল এসে গেল। শুধু স্মৃতিচারণার লেখাগুলিই নয়, মহারাজদের শুভেচ্ছাবাণীগুলিও যেন অধ্যাত্ম ইতিহাসের দলিল। কাগজের গুণমান, ছাপার উৎকর্ষতা, লে-আউট এককথায় অনবদ্য এবং সংগ্রহে রাখার মতো। ১২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে উদ্বোধন আপামর বাঙালিকে সুধারস পান করিয়ে এসেছে। এসবই সম্ভব হয়েছে ঠাকুর ও মায়ের আশীর্বাদে। মাত্র ২৩ বছর ধরে উদ্বোধন পড়ছি এবং অবশ্যই নিয়মিত। একটি সংখ্যা শেষ হলে পরের সংখ্যা পাওয়ার জন্য মন আঁকুপাঁকু করতে থাকে। প্রতিটি লেখাই হৃদয়কে আন্দোলিত করে। কিছু কিছু লেখা স্থায়িভাবেই দাগ রেখে যায় মনে। ১২৫ বছরের বেশির ভাগ সংখ্যা পাঠকের অগোচরে থাকলেও বিশেষ সংখ্যাগুিল তার অনেকটাই পূরণ করে দেয়। এবারের উদ্বোধন ১২৫ : স্মরণে-মননে-বিশ্লেষণে তার অন্যতম। চিরসংগ্রহে রাখার মতো এই বইখানি। সুদর্শন নন্দীরাঙামাটি, মেদিনীপুর-৭২১১০২
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in