উদ্বোধন পত্রিকার ১২৫ বর্ষপূর্তি উপল‌ক্ষে গত ৩ মার্চ ২০২৪ গিরিশ মঞ্চে

উদ্বোধন পত্রিকার ১২৫ বর্ষপূর্তি উপল‌ক্ষে গত ৩ মার্চ ২০২৪ গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ যাপন’। উপস্থিত ৫০০-রও অধিক উদ্বোধন-অনুরাগীর হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয় স্বামী বিবেকানন্দের বাণী-সম্বলিত একটি পোস্টার, অনুষ্ঠানসূচি, সুদৃশ্য তিনটি বুকমার্ক এবং কলম। অনুষ্ঠানের সূচনা হয় ঠিক পৌনে তিনটেয় সন্ন্যাসী ও ব্রহ্মচারীর শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে। অতিথিবরণের পর স্বাগত-ভাষণে ‘মায়ের বাড়ী’র অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ স্মরণ করিয়ে দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলা মুখপত্র, ঐতিহ্যবাহী উদ্বোধন পত্রিকার গৌরবময় ইতিহাস, আদর্শ ও লক্ষ্য। অনুষ্ঠানে স্বামী ব্রহ্মানন্দ স্মারক বক্তৃতা প্রদান করেন স্বামী শুদ্ধিদানন্দ (অধ্যক্ষ, অদ্বৈত আশ্রম, মায়াবতী) এবং শক্তি প্রসাদ মিশ্র (নিবেদিতা চেয়ার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার)। স্বামী শুদ্ধিদানন্দের বক্তৃতার বিষয় ছিল—‘সাধনে উৎসাহ নেই, কী করণীয়?’ দৈনন্দিন কর্মব্যস্ততা, ঈশ্বর-নির্ভরতার অভাব, মনের চঞ্চলতা আমাদের একাগ্রভাবে ঈশ্বরচিন্তার পথে বাধা হয়ে দঁাড়ায়। তাই সাধনে নিরুৎসাহের কারণ খুঁজতে গিয়ে স্বামী শুদ্ধিদানন্দ শুরুতেই শঙ্করাচার্য-কথিত তিনটি ‘দুর্লভ’ বস্তুর প্রসঙ্গ শ্রোতাদের সামনে রাখেন—মনুষ্যজন্ম, মুক্তির ইচ্ছা বা মুমুক্ষত্ব এবং মহাপুরুষের সান্নিধ্য বা সাধুসঙ্গ। মানুষের প্রকৃত স্বরূপ—সে নিত্য, শুদ্ধ, সর্বজ্ঞ আত্মা; কিন্তু মানুষ সেটি ভুলে বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যে এই বন্ধন প্রাণে প্রাণে উপলব্ধি করে মুক্ত হতে চায়, সে-ই সাধক। সাধন-ভজনের প্রয়োজনীয়তা ও ত্যাগের মহিমা প্রসঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণের আরাত্রিক স্তবের প্রথম তিনটি শব্দকে বিশ্লেষণ করে বলেন : “‘খণ্ডন-ভব-বন্ধন’—এই তিনটি শব্দেই প্রচ্ছন্ন রয়েছে মনুষ্যজীবনের উদ্দেশ্য। ভববন্ধনকে ছিন্ন করে মুক্ত হওয়াই হলো মনুষ্যজীবনের একমাত্র উদ্দেশ্য। তার জন্য চাই বৈরাগ্য। আমাদের জীবনে বৈরাগ্য আর অনাসক্তি যত বাড়বে, অন্তরে সাধনার প্রতি উৎসাহও ততই বৃদ্ধি পাবে।” শক্তি প্রসাদ মিশ্র ‘ব্যস্ত জীবনে শান্ত থাকার উপায়’ প্রসঙ্গে দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করেন স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসী স্বামী সারদানন্দজীর বহুমুখী কর্মধারার। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব বহনের পাশাপাশি তিনি ছিলেন সংঘজননী শ্রীশ্রীমায়ের দ্বারী ও ভারী। সেইসঙ্গে তিনি রচনা করেছেন শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ। কিন্তু বিপুল কর্মব্যস্ততার মধ্যেও তাঁকে কেউ কখনো বিচলিত হতে দেখেনি। তিনি সদাব্যস্ত, অথচ সদাপ্রসন্ন। কারণ, তাঁর কাছে প্রতিটি...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in