উদ্বোধন-এর ১২৫তম বর্ষের প্রথম সংখ্যাটি হাতে নিয়ে যখন পড়তে শুরু করলাম, তখন যেন ফিরে গেলাম ১২৪ বছর আগে! যেকোনো

উদ্বোধন-এর ১২৫তম বর্ষের প্রথম সংখ্যাটি হাতে নিয়ে যখন পড়তে শুরু করলাম, তখন যেন ফিরে গেলাম ১২৪ বছর আগে! যেকোনো পত্রিকার প্রবর্তনকালে তার প্রকাশের উদ্দেশ্য কী সেটা বলার প্রয়োজন হয়। প্রথম সংখ্যাটিতে স্বামীজীর ‘প্রস্তাবনা’র মধ্যেই লুকিয়ে আছে উদ্বোধন-এর সেই জীবনোদ্দেশ্য। সে-উদ্দেশ্যে উদ্বোধন আজও যে অবিচল, তা বলার অপে‌ক্ষা রাখে না। এবছরের প্রথম সংখ্যায় জোসেফিন ম্যাকলাউডের লেখা স্বামী বিবেকানন্দের কথা, সেইসঙ্গে ১৮৯৮ সালের কাশ্মীরে তোলা ছবিটি সেই সোনালি অতীতকেই ফিরিয়ে আনল। ভাল লাগল ভাবে ও তথ্যে পূর্ণ স্বামী শাস্ত্রজ্ঞানন্দের লেখাটি পড়ে। ভাবনাটি প্রাণবন্ত হয়ে ওঠে যখন চোখের সামনে দেখি ১ম বর্ষ থেকে ১২৫তম বর্ষ পর্যন্ত সম্পাদক, সম্পাদনাকাল ও প্রকাশনস্থান নিয়ে সচিত্র আলেখ্যটি। এত কালের নিরলস প্রয়াসের ফলশ্রুতি এই উদ্বোধন। ভাল লাগে স্বামী চৈতন্যানন্দের লেখা ‘উদ্বোধন পত্রিকার ল‌ক্ষ্য’। আলোচনা প্রসঙ্গে তিনি স্বামীজীর ধর্মনীিত বিষয়ে বলেছেন—ধৃতি, ‌ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয়নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য ও অক্রোধ—এই দশটি মূল্যবোধের ওপর দাঁড়িয়ে রয়েছে ধর্মনীতি। স্বামী শিবার্চনানন্দের ‘উদ্বোধন : স্মৃতিতে ও মননে’ এবং ফাল্গুনী সিনহা মহাপাত্রের ‘বাংলা সাহিত্যের একটি ব্যতিক্রমী সাময়িক পত্র উদ্বোধন’ উল্লেখযোগ্য ও প্রশংসনীয়। এই সংখ্যার প্রচ্ছদ-ভাবনা ‘বর্ণিল পথচলা’ অভিনব। পত্রিকার সবকটি লেখাই যেন এক-একটি মূল্যবান রত্ন। স্বামী ভূতেশানন্দজীর লেখা ‘শতবর্ষের আলোয় উদ্বোধন’ ও স্বামী চন্দ্রকান্তানন্দের লেখা ‘রামকৃষ্ণ-বিবেকানন্দ আন্দোলনের অগ্রদূত উদ্বোধন’ অনেক চিন্তার খোরাক জোগায়। কালের বিবর্তনে বহু পত্রিকা ধূসর গোধূলির মতো হারিয়ে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এক ও অদ্বিতীয় এই উদ্বোধন হারিয়ে যায়নি। দুটো বিশ্বযুদ্ধ, বঙ্গভঙ্গ, প্লেগ, মহামারী, ঝড়, তুফান, সর্বোপরি ২০২০ সালের বিশ্বব্যাপী করোনা মহামারীও এই পত্রিকার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। ঠাকুর, মা ও স্বামীজীর আশীর্বাদধন্য এই পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে ১২৫ বছর ধরে, এভাবেই দুশো বছরও পেরিয়ে যাবে। আমরা থাকব না কিন্তু সূর্য-চন্দ্র-পৃথিবী যতদিন থাকবে উদ্বোধন পত্রিকাও ততদিন প্রকাশিত হয়ে চলবে—এ আমাদের বিশ্বাস। বাড়িতে উদ্বোধন পত্রিকা থাকা মানে ঠাকুর, মা, স্বামীজীর আশীর্বাদ পাওয়া বলে মনে করি। দেবাশিস মজুমদারহিন্দমোটর, হুগলি-৭১২২৩৩

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in