ঠাকুর, মা ও স্বামীজীর কৃপায় আমার অশেষ সৌভাগ্য হয়েছিল— খুব কম বয়সে উদ্বোধন পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হতে পেরেছিলাম। প্রথম থেকেই আমার এবিষয়ে ভয় ছিল; কারণ তখন আমার বয়স কম—মাত্র ছত্রিশ, অভিজ্ঞতাও কম।

ঠাকুর, মা ও স্বামীজীর কৃপায় আমার অশেষ সৌভাগ্য হয়েছিল— খুব কম বয়সে উদ্বোধন পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হতে পেরেছিলাম। প্রথম থেকেই আমার এবিষয়ে ভয় ছিল; কারণ তখন আমার বয়স কম—মাত্র ছত্রিশ, অভিজ্ঞতাও কম। মঠের নির্দেশে পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি এবং দীর্ঘ প্রায় চৌদ্দ বছর যাবৎ সে-দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। মায়ের অশেষ কৃপায় এটা সম্ভব হয়েছে। আজ এরকম শুভ দিনে সেই আনন্দ আরো বেড়ে যায়। স্বামীজীর স্বপ্নের উদ্বোধন-এর বিজয়যাত্রায় অঙ্গীভূত হতে পেরে নিজেকে ধন্য মনে হয়। উদ্বোধন-এ আসার আগে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজীর অধ্যক্ষতায় গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে প্রকাশনা বিভাগ দেখতাম। মনে আছে, উদ্বোধন-এর দায়িত্ব নিয়েছিলাম ১ সেপ্টেম্বর ১৯৮৭। ২৬ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আমার পূর্বতন সম্পাদক পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজীর কাছ থেকে উদ্বোধন-এর বিষয়ে নানান পরামর্শ ও কাজের বিষয়ে সম্যক ধারণা পেয়েছিলাম। ধারণা অবশ্য কিছুটা আগে থেকে ছিল, কিন্তু এখানে এসে মহারাজের কাছ থেকে যা শিখলাম তা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। স্বামী প্রমেয়ানন্দজী ছিলেন কঠোর নিয়মনিষ্ঠ মানুষ, একইসঙ্গে গভীর অনুভূতিশীলও। ঐ সাত-আট দিন উনি যা শিখিয়ে দিয়েছিলেন তা অবলম্বন করে আমি অনেক কিছু করতে পেরেছি। যদিও তিনি খুব বেশি দিন উদ্বোধন-এর দায়িত্বে ছিলেন না, কিন্তু তারই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণ করেছিলেন। যেমন— তাঁর আগে উদ্বোধন পত্রিকার প্রকাশ নির্দিষ্ট সময়ের অনেক পিছনে চলত। দেখা যেত, এক মাসের পত্রিকা পরের মাসে কিংবা তার পরের মাসে বেরচ্ছে! সে-কারণে ডাকবিভাগে সঠিক সময়ে পত্রিকা পোস্ট করা যেত না। এতে নানা সমস্যা তৈরি হতো৷ তিনিই প্রথম সমস্ত কিছুকে একটা নির্দিষ্ট সময়সারণিতে আবদ্ধ করতে পেরেছিলেন— মাত্র দেড় বছরের মধ্যে। তিনি ঠিক করেছিলেন, প্রতি সংখ্যা ইংরেজি মাসের ২৩ তারিখে জি.পি.ও. ডাকে দিতেই হবে। এই নিয়মানুবর্তিতা আমার সময়েও অনুসরণ করেছি। এটাও আমাদের কাছে গর্বের যে, উদ্বোধন আজ সেই ধারায় নিরবচ্ছিন্নভাবে ঠিক সময়ের মধ্যে প্রকাশিত হয়ে গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে। নেপথ্যের এই বিরাট কর্মযজ্ঞ পাঠক...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in