উনিশ শতকে বাংলাদেশে প্রকাশিত সহস্রাধিক পত্র-পত্রিকার অধিকাংশই আজ লুপ্ত। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে বাংলাদেশে মুদ্রণযন্ত্রের স্থাপনা এবং 29 Jan 1789-এ

উনিশ শতকে বাংলাদেশে প্রকাশিত সহস্রাধিক পত্র-পত্রিকার অধিকাংশই আজ লুপ্ত। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে বাংলাদেশে মুদ্রণযন্ত্রের স্থাপনা এবং 29 Jan 1789-এ Hicky কর্তৃক ইংরেজি সাপ্তাহিক Bengal Gazette প্রকাশিত হয়। দুবছর যেতে না যেতেই সরকারি নিষেধাজ্ঞায় পত্রিকাটি বন্ধ হয়ে যায় এবং Indian Gazette, Calcutta Gazetted, Harkara প্রভৃতি কতকগুলি সংবাদপত্রের জন্ম হয়। 1799 খ্রিস্টাব্দে Wellesley, Richard Colley [1760-1842] সংবাদপত্রের স্বাধীনতা সংকোচন নীতির প্রবর্তন করেন। উল্লেখ্য, উক্ত সময়কাল পর্যন্ত বাংলা পত্র-পত্রিকার সূচনা হয়নি। 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বাংলায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র দিগদর্শন। পরবর্তী কালে প্রকাশিত সাময়িক পত্রের কালানুক্রমিক উল্লেখ আছে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত বাংলা সাময়িকপত্র শীর্ষক গ্রন্থে। ব্রজেন্দ্রনাথের অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজে ব্রতী হন বিনয় ঘোষ। বাংলা ভাষায় প্রকাশিত সাময়িক পত্রগুলির গতিপথের পরিবর্তন হয় এবং ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে সংবাদপত্রধর্মী চরিত্র থেকে বেশ কিছু সাময়িক পত্র সাহিত্যপত্রধর্মী গতিপথে অভিমুখ বদল করে। এই ধারা পরিবর্তনে ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ মাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত বঙ্গদর্শন-কে মাইলস্টোন হিসাবে চিহ্নিত করা যেতে পারে। পরবর্তী কালে ১৩০৫ বঙ্গাব্দের মাঘ মাসে আত্মপ্রকাশ করে আলোচ্য উদ্বোধন৷ আখ্যাপত্রে উল্লিখিত বিষয়গুলি হলো: ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, কৃষি, শিল্প, সাহিত্য, ইতিহাস, ভ্রমণ ইত্যাদি। উক্ত পত্রিকা প্রকাশের প্রায় পনেরো বছর আগে ১২৯০ বঙ্গাব্দের ভাদ্র মাসে উদ্বোধন নামে অপর একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশের সংবাদ পাওয়া গেলেও পরাধীন ভারতবর্ষে প্রকাশিত পত্র-পত্রিকার তালিকায় স্বামী বিবেকানন্দ প্রস্তাবিত এবং স্বামী ত্রিগুণাতীতানন্দ সম্পাদিত উদ্বোধন ছাড়া ঐ নামে অন্য কোনো পত্রিকার হদিশ পাওয়া যায়নি। আত্মপ্রকাশকালে আলোচ্য উদ্বোধন পাক্ষিক থাকলেও দশম বর্ষ থেকে মাসিক পত্রিকায় রূপান্তরিত হয় এবং নিরবচ্ছিন্নভাবে টানা ১২৪ বছর ধরে নিয়মিত প্রকাশ হয়ে চলেছে, যা বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ব্যতিক্রমী উদাহরণ। ইংরেজি Brahmavadin প্রকাশের জন্য Alasinga Perumal [1865-1909]-এর সঙ্গে বিবেকোনন্দের আলোচনার সময়কালে 25 Sep 1894 [মঙ্গল ১০ আশ্বিন ১৩০১] New York থেকে সংঘের সকলের উদ্দেশে প্রেরিত বার্তায় স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিত চিঠিতে স্বামী বিবেকানন্দ* 'নরেন্দ্র’ স্বাক্ষরে লিখেছেন: তোমাদের একটা কি...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in