শ্রীভগবানের কৃপায় ‘উদ্বোধন’ এবার, ১৩৭৯ সালের ১লা মাঘ নববর্ষে—৭৫তম বর্ষে পদার্পণ করিল। ভারতাত্মার প্রাণবাণীর যুগোপযোগী রূপ—নবযুগের ‘উদ্বোধনী’ প্রাণধারা—রামকৃষ্ণ-বিবেকানন্দ-ভাবগঙ্গা হৃদয়ে ধারণ করিয়া স্বামী বিবেকানন্দ-প্রবর্তিত এই পত্রিকাখানি প্রথম আত্মপ্রকাশ করিয়াছিল ১৩০৫ সালের ১লা মাঘ, ১৮৯৯ খৃষ্টাব্দের ১৪ই জানুআরি।

শ্রীভগবানের কৃপায় ‘উদ্বোধন’ এবার, ১৩৭৯ সালের ১লা মাঘ নববর্ষে—৭৫তম বর্ষে পদার্পণ করিল। ভারতাত্মার প্রাণবাণীর যুগোপযোগী রূপ—নবযুগের ‘উদ্বোধনী’ প্রাণধারা—রামকৃষ্ণ-বিবেকানন্দ-ভাবগঙ্গা হৃদয়ে ধারণ করিয়া স্বামী বিবেকানন্দ-প্রবর্তিত এই পত্রিকাখানি প্রথম আত্মপ্রকাশ করিয়াছিল ১৩০৫ সালের ১লা মাঘ, ১৮৯৯ খৃষ্টাব্দের ১৪ই জানুআরি। সেই শুভক্ষণ হইতে শুরু করিয়া সুদীর্ঘ ৭৪ বৎসরের পথযাত্রায় সে নিজস্ব বৈশিষ্ট্য অটুট রাখিয়া চলিয়াছে;—বাংলা পড়িতে পারেন এমন অসংখ্য ব্যক্তির হৃদয়কে এই গঙ্গাবারি-সিঞ্চনে পবিত্র করিবার, স্বামীজীর একান্ত কাম্য ‘মানুষ’ হইবার জন্য উদ্বুদ্ধ করিবার, তামসিকতার নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া লক্ষ্য লাভ না করা পর্যন্ত না থামিয়া চলিবার জন্য প্রেরণাদানের ব্রত হইতে কখনো সে বিরত হয় নাই। এই উদ্বোধন পত্রিকা এবং ইহারই প্রকাশ ও পরিচালনার জন্য স্থাপিত ‘উদ্বোধন কার্যালয়’ হইতে প্রকাশিত রামকৃষ্ণ-বিবেকানন্দ-সাহিত্য জনসাধারণের, বিশেষ করিয়া জাতীয় জাগরণের ঋত্বিকদের জীবনে কিরূপ প্রভাব বিস্তার করিয়াছিল, ইতিহাসই তাহার সাক্ষ্য বহন করিতেছে। মানবজাতির, বিশেষ করিয়া ভারতবাসীর সেবায় তাহার এই অধিকারের জন্য এবং ৭৪ বৎসরের এই সুদীর্ঘ যাত্রাপথে বিভিন্ন সময়ে দেশে আগত বহুবিধ বিপরীত চিন্তার দুর্যোগ সত্ত্বেও সর্বাবস্থায় নিজস্ব ভাব আঁকড়াইয়া থাকিয়া চলার জন্য উদ্বোধন পত্রিকা তৃপ্তি ও গৌরবের সঙ্গেই ৭৫তম বর্ষে পদার্পণ করিতেছে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ভিক্ষা করিয়া, স্বামী বিবেকানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী সারদানন্দ প্রমুখ পত্রিকার প্রবর্তক ও সম্পাদকমণ্ডলীর চরণে প্রণাম করিয়া, পূর্বর্গ লেখকগণকে সশ্রদ্ধ নমস্কার জানাইয়া এবং বর্তমান লেখক, গ্রাহক, পাঠক, শুভানুধ্যায়ী প্রভৃতি সকলেরই সক্রিয় সহানুভূতি প্রার্থনা করিয়া আমরা ৭৫তম বর্ষের যাত্রপথে নামিতেছি। আমাদের ব্যক্তিগত বহু দোষ-ত্রুটি মার্জনা করিয়া এই পত্রিকার উন্নতিকল্পে তাঁহারা সকলেই যথাপূর্ব সহায়তা করিয়া চলিবেন, এ বিশ্বাস আমরা রাখি। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ আমাদের যাত্রাপথকে শুভ করুক, এই প্ৰাৰ্থনা৷ উদ্বোধন পত্রিকা ও উদ্বোধন কার্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস গোড়ার কথা ধর্মই ভারতীয় জাতির প্রাণ—যথার্থ ধর্মজীবনের উন্নতি ও অবনতির সঙ্গে ভারতের জাতীয় জীবনেরও উন্নতি-অবনতি ঘটিয়া আসিতেছে বিগত সহস্ৰবর্ষব্যাপী অবনতি যখন ভারতীয় জাতিকে ধ্বংসের প্রায় কিনারায় টানিয়া আনিয়াছিল, তখন প্রকৃত ধর্ম কি তাহা দেখাইতে, “কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক, সার্বকালিক ও সার্বদেশিক...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in