মহাবীর ভীষ্মের অধিকাের ছিল ইচ্ছামৃত্যু। দ‌ক্ষিণায়নে তিনি শরশয্যা নিলেও স্থির করেন

মহাবীর ভীষ্মের অধিকাের ছিল ইচ্ছামৃত্যু। দ‌ক্ষিণায়নে তিনি শরশয্যা নিলেও স্থির করেন—দ‌ক্ষিণায়নে নয়; প্রাণত্যাগ করার জন্য উত্তরায়ণের প্রতী‌ক্ষা করবেন।১ গীতায় আছে—উত্তরায়ণের পথ দেবযানের পথ, চির আলোকোজ্জ্বল।২ যুদ্ধে অস্ত্রত্যাগ করে পতিত হওয়ার সাতচল্লিশ দিন পর ভীষ্ম মাঘ মাসের শুক্লপ‌ক্ষে ইচ্ছামৃত্যু গ্রহণ করেন। উত্তরায়ণ সংক্রান্তির পর এই মহৎ ঘটনা ঘটে। দেহত্যাগের দিন ভীষ্ম যুধিষ্ঠিরকে কালের ইঙ্গিত দিয়ে বলেছেন : “পুণ্যজনক মাঘ মাস শুরু হয়েছে। এই মাসের তিন ভাগ অবশিষ্ট আছে। এখন শুক্লপ‌ক্ষ চলছে।”৩ মাঘ মাসের শুক্লপ‌ক্ষের অষ্টমী তিথিকে বাংলায় ‘ভীষ্মাষ্টমী’ বলা হয়। এই তিথি গঙ্গাপুত্র ভীষ্মের প্রয়াণের স্মারক। ‘উত্তরায়ণ সংক্রান্তি’ বলা হলেও এই দিন সূর্য দ‌ক্ষিণতম বিন্দু মকরক্রান্তিতে ৯০০ অবস্থানে থাকে। তবে কি দেবযান দ‌ক্ষিণদিকে? দ‌ক্ষিণভূমি সমুদ্র-সীমান্তে রা‌ক্ষসদের আবাস, য‌ক্ষ-অধ্যুষিত। বেহুলা তাঁর মৃত স্বামীকে নিয়ে ভেলায় ভেসে গেছেন দ‌ক্ষিণে সাগরসঙ্গমে, পেয়েছেন স্বর্গের ঠিকানা। জাতক-এ বেশ কিছু গল্পে দ‌ক্ষিণসমুদ্রে বিপদ, য‌ক্ষিণী-শাসিত দ্বীপভূমির কথা পাওয়া যায়। বুদ্ধ তথাগত বিপন্ন নাবিকদের নিয়ে উত্তরে উড়ে এসেছেন একটি জাতককাহিনিতে। সূর্যদেবও এই দিন থেকে উত্তরদিকে ক্রমশ যাত্রা করেন। তাই এদিন আমাদের পূর্বপুরুষরা উত্তরায়ণ সংক্রান্তি বলে থাকেন। উত্তরে কর্কটক্রান্তি। মকরক্রান্তির ২৩০২৭‌‘ দ‌ক্ষিণ থেকে যাত্রা করে কর্কটক্রান্তির ২৩০২৭’ উত্তরে পৌঁছাতে সূর্যের সময় লাগে ছয় মাস। বঙ্কিমচন্দ্র সহজ ভাষায় এই জটিল জ্যোতির্বিজ্ঞানের সূত্রটি বুঝিয়েছেন। তাঁর ভাষা স্মরণ করছি—“…বৎসরের দুইটি দিনে দিবারাত্র সমান হয়। সেই দুইটি দিন একের ছয় মাস পরে আর একটি উপস্থিত হয়। উহাকে বিষুব বলে। আকাশের যে যে স্থানে ঐ দুই দিনে সূর্য থাকেন, সেই স্থান দুটিকে ক্রািন্তপাত বা ক্রান্তিপাতবিন্দু (Equinoctial point) বলে। উহার প্রত্যেকটির ঠিক ৯০ অংশ (90 degrees) পরে অয়ন পরিবর্তন হয় (Solstice)। ঐ ৯০ অংশে উপস্থিত হইলে সূর্য দ‌ক্ষিণায়ন হইতে উত্তরায়ণে বা উত্তরায়ণ হইতে দ‌ক্ষিণায়নে যান।”৪ বর্তমানে দ‌ক্ষিণায়ন হয় ২১ জুন থেকে আর উত্তরায়ণ ২১ ডিসেম্বর তারিখে। অন্যপ‌ক্ষে বিষুব হয় ৬/৭ চৈত্র ও ৬/৭ আশ্বিন। ছকটি সে‌ক্ষেত্রে এইরকম— সূর্য ও বিষ্ণু বস্তুত এক—অন্যতম আদিত্য। ত্রি-বিক্রম বিষ্ণু তিন পা...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in