সময় ১৮৩৬। ভারতবর্ষে শিক্ষাবিস্তারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় হুগলি মহসিন কলেজ।

ভারতের স্বাধীনতা আন্দোলন ও হুগলি মহসিন কলেজআশিস কুমার বসুপ্রকাশক :অঞ্জন সাহাএভেনেল প্রেসমেমারী, পূর্ব বর্ধমান১৬০.০০ সময় ১৮৩৬। ভারতবর্ষে শিক্ষাবিস্তারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় হুগলি মহসিন কলেজ। শুধুমাত্র নবজাগরণ নয়, ‘দেশবাসীর আত্মপরিচয় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠায়’ এই মহাবিদ্যালয় ছিল সদা ভাস্বর। বহু বিশিষ্ট বিপ্লবী এই মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন স্বাধীনতা আন্দোলনের সূত্রে। ইতিহাসের পাতার অতলে চলে যাওয়া সেই ‘বীর ও আত্মত্যাগী যোদ্ধা’দের সম্পর্কে ‘বর্তমান প্রজন্ম’কে অবগত করতেই আশিস কুমার বসু রচনা করেছেন ভারতের স্বাধীনতা আন্দোলন ও হুগলি মহসিন কলেজ গ্রন্থটি। স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপনকালে এই গ্রন্থের গুরুত্ব ‘সময়োচিত পদক্ষেপ’ বলেই মনে করেছেন অধ্যক্ষ ডক্টর পুরুষোত্তম প্রামাণিক। ভারতবর্ষের স্বাধীনতার ‌ক্ষেত্রে এই কলেজ যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, তার এক সংক্ষিপ্ত ইতিহাস বিধৃত রয়েছে গ্রন্থটির মধ্যে। ক্ষুদ্র পরিসরে হলেও যেভাবে এই কলেজের শি‌ক্ষার্থীদের সংগ্রামমুখর জীবনকে দুই মলাটের মধ্যে লেখক উপস্থাপিত করেছেন তা প্রশংসার যোগ্য। ভবিষ্যতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনায় গ্রন্থটির গুরুত্ব অমূল্য।  

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in