বাতাসের আলপনা
তুমি না বোঝালে, কোনওদিন বুঝব না
আমারও মাথায় কালো কাপড়ের ছাতা

বাতাসের আলপনাতুমি না বোঝালে, কোনওদিন বুঝব নাআমারও মাথায় কালো কাপড়ের ছাতাওঠাতে চাইনি কিন্তু পরিস্থিতি…‘পাল্টে দাও গো, পাল্টে দাও গো’ সারা জীবনের এই শুধু প্রার্থনা;একে প্রার্থনা বলে? তোমার পায়ের তলেবসে আছি তবু তাকাতে পারি না তোমার পায়ের দিকেঅনুভবে বুঝি লক্ষ লক্ষ মাথার আছড়ে পড়া;তুমি ফেরাও না কাউকে… কুবের যেভাবে রক্ষা করেন মণিমাণিক্য তাঁরসেভাবেই তুমি আগলিয়ে রাখো, কীটপতঙ্গ, আগাছার সংসার হাঁড়ি, কড়াইয়ে তোমারই প্রসাদ দেয়ালের গায়ে তোমারই লোহার হাতাজলে ধুয়ে নিয়ে ব্যবহার কোরো আমাকেওআমিও তোমার চরণাশ্রিত, সামান্য শালপাতা

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in