গত ১ মাঘ ১৪২৯ (১৫ জানুয়ারি ২০২৩), রবিবার স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকা ১২৫তম বর্ষে পদার্পণ করল। ১২৪ বছর ধরে নিরবচ্ছিন্ন ও নিয়মিতভাবে প্রকাশিত হওয়ার গৌরব অর্জন বাস্তবিকপক্ষে ভারতবর্ষের সাময়িক পত্রের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।
গত ১ মাঘ ১৪২৯ (১৫ জানুয়ারি ২০২৩), রবিবার স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকা ১২৫তম বর্ষে পদার্পণ করল। ১২৪ বছর ধরে নিরবচ্ছিন্ন ও নিয়মিতভাবে প্রকাশিত হওয়ার গৌরব অর্জন বাস্তবিকপক্ষে ভারতবর্ষের সাময়িক পত্রের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। এই উপলক্ষে গত ১ মাঘ ১৪২৯ অপরাহ্ণে বাগবাজারের গিরিশ মঞ্চে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন উদ্বোধন-এর প্রাক্তন সম্পাদক ও বর্তমানে বাংলাদেশের ঢাকা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ এবং বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। বাগবাজার স্ট্রিটের ওপর নির্মিত তোরণ গিরিশ মঞ্চের প্রধান প্রবেশদ্বার বিকাল সাড়ে ৩টায় রামকৃষ্ণ মিশন অদ্বৈত আশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারিবৃন্দের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শাল ও পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে মাননীয় অতিথিগণকে অভ্যর্থনা করেন শ্রীশ্রীমায়ের বাড়ীর অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। স্বাগত-ভাষণে স্বামী নিত্যমুক্তানন্দ বলেন : “রামকৃষ্ণ সংঘের বাংলা মুখপত্র হিসাবে উদ্বোধন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল ১৩০৫ বঙ্গাব্দের ১ মাঘ, ১৮৯৯ সালের ১৪ জানুয়ারি, রবিবার। সেই থেকে নিয়মিত ও নিরবচ্ছিন্ন ধারায় প্রকাশিত হয়ে উদ্বোধন আজ ১২৫ বছরে পদার্পণ করল। আজ একটি ঐতিহাসিক দিন। ভারতবর্ষে দেশীয় ভাষায় আর কোনো দ্বিতীয় পত্রিকা নেই, যা এই কৃতিত্ব অর্জন করেছে। কারণ, এর পিছনে আছে ত্যাগ, বৈরাগ্য ও আত্মোৎসর্গের উজ্জ্বল ইতিহাস। এই পত্রিকা প্রকাশ এখন যত সহজ মনে হচ্ছে, প্রারম্ভিক দিনগুলিতে তা তেমনটি ছিল না। প্রায় একক প্রচেষ্টায় প্রথম সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দজী গভীর নিষ্ঠা, অপরিসীম ধৈর্য ও অমানুষিক পরিশ্রমে এই পত্রিকা প্রকাশ করতেন। প্রথম সংখ্যাটি হাতে পেয়ে স্বামীজী খুব খুশি হয়েছিলেন। তিিন চেয়েছিলেন পারিপার্শ্বিক পরিবেশ ও যে-সমাজে আমরা বাস করছি, তার গ্লানি থেকে মানুষকে মুক্ত হতে সহায়তা করবে উদ্বোধন। স্বামীজীর প্রিয় উপনিষদের ‘উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ নিবোধত’ বাণীর প্রেরণায় আজ এতদিন ধরে এই পত্রিকা হতাশা থেকে মানুষকে মুক্তিদান করে চলেছে।”...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in