জীবনপথের প্রতি বাঁকে লুকাইয়া রহিয়াছে কত না অভিজ্ঞতার ঝাঁপি! আমাদের পথচলার শুরু হইতেই এই অভিজ্ঞতা, তাহার কোনো বিরাম নাই। কত অম্ল-মধুর, বেদনা-বিধুর, হাসি-কান্না, সহজ-কঠিন, সফল-বিফল ঘটনার ঘনঘটায় আগাইয়া চলিয়াছে এই জীবনের পথচলা। মনে মনে চলিতে থাকে কত চিন্তার জাল বুনন—কবি-কল্পনাও সেই রাজ্যকে সম্যক ধরিতে ছুঁইতে অপারগ।

জীবনপথের প্রতি বাঁকে লুকাইয়া রহিয়াছে কত না অভিজ্ঞতার ঝাঁপি! আমাদের পথচলার শুরু হইতেই এই অভিজ্ঞতা, তাহার কোনো বিরাম নাই। কত অম্ল-মধুর, বেদনা-বিধুর, হাসি-কান্না, সহজ-কঠিন, সফল-বিফল ঘটনার ঘনঘটায় আগাইয়া চলিয়াছে এই জীবনের পথচলা। মনে মনে চলিতে থাকে কত চিন্তার জাল বুনন—কবি-কল্পনাও সেই রাজ্যকে সম্যক ধরিতে ছুঁইতে অপারগ। জীবনপথে কমবেশি সকলেই একটা লক্ষ্য লইয়া আগাইয়া চলিয়াছি। এই প্রাত্যহিক দৈহিক ও মানসিক অভিযাত্রার সমাপ্তি কোথায়? সফল হইবে কি এই প্রতিনিয়ত পথচলা? লক্ষ্যে পৌঁছাইতে পারিব তো? এইসব নানা প্রশ্ন মনের মধ্যে ভিড় করিতে থাকে। যদি এই প্রশ্ন আন্তরিক হয়, তবে হে পথিক! তোমার পথচলা সাময়িকভাবে রুদ্ধ কর, ফিরিয়া দেখ ফেলিয়া আসা পথ। এ প্রসঙ্গে একটি কাহিনির অবতারণা করা যাক। বনের মধ্যে এক কাঠুরিয়া একটি বড় গাছ কাটিয়া চলিয়াছে। ঘর্মাক্ত কলেবরে অবিরাম কুঠার চালাইতেছে সে। একজন পথিক তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিল : “তুমি কতক্ষণ এই কাজ করিতেছ?” উত্তর আসিল : “দশ ঘণ্টা। বড় শক্ত গাছ, তাই সময় লাগিতেছে।” পথিক আগাইয়া চলিল। কিছু দূরে দেখিল, আরেকজন কাঠুরিয়া গাছের খানিকটা কাটিয়া পার্শ্বে বসিয়া কী একটা করিতেছে। পথিক জিজ্ঞাসা করিল : “তুমি কী করিতেছ?” কাঠুরিয়া উত্তর করিল : “গাছ কাটিবার ফাঁকে কুঠারটি একটু ধার করিয়া লইতেছি।” পথিক নিজের পথে চলিয়া গেল। কিছু সময় পর ফিরিবার কালে সে দেখিল, দ্বিতীয় কাঠুরিয়ার গাছ কাটা হইয়া গিয়াছে। আরেকটু আসিয়া দেখিল, প্রথম কাঠুরিয়া একই মাপের গাছ তখনো কাটিয়া চলিয়াছে। পথিক ব্যাপারটি বুঝিল। সে কাঠুরিয়াকে বলিল : “তুমি মাঝে মাঝে কুঠারটি একটু ধার করিয়া লও। কাজ তাড়াতাড়ি হইবে।” কাঠুরিয়া বিরক্ত হইয়া উত্তর করিল : “আমার সময় নাই।” আমাদের জীবনপথে চলিবার সময় এই সময়টুকু বাহির করা বড়ই প্রয়োজন। তাহাতে উন্নতির পথটি আরো সুগম হইবে। কেহ হয়তো একটি বাদ্যযন্ত্র বাজানো শিখিতেছে, খেলাধুলা অনুশীলন করিতেছে বা কোনো কিছু অভ্যাস করিতেছে। সকলেরই সাফল্য প্রয়োজন। আর সেকারণে আমরা যে-চেষ্টা করিতেছি তাহার মাঝে-মধ্যে বিশ্লেষণ দরকার। তবে এই আত্মসমীক্ষা, পর্যালোচনা বা বিশ্লেষণ হইবে সরল ও সংক্ষিপ্ত।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in