গোপন ঊর্মিমালা ভেঙে
এগিয়ে চলেছে আনন্দ সাম্পান
সমস্ত অরণ্য ঝুঁকে পড়েছে তোমার দুয়ারে।
করতলে শতায়ুর বীজ,
যা সে আগলে রেখেছিল মেঘের কোটরে৷
তুমি কি নেবে না সেই অনাগত আয়ু?
দূর থেকে ভেসে আসে তারের ঝংকার
তুমি তার মীড়ের শব্দ শুনতে পাচ্ছ কি?
দিনান্তের আলোয় থইথই করে ঘর।
শ্রান্তচরণে হেঁটে যায় বিধুমুখী মায়া।
এই তো সময়!
নদীর কাছে চাও নিভৃত জীবন,
গাছের কাছে না-ফোটা মুকুল।
পথিকের কাছে প্রার্থনা কর
অনিশ্চয় চলা।
আগলে রাখ ঊর্মিমালা, জলের নির্মোক
খুলে তুলে নাও আরোগ্যের শ্লোক—
‘এই অপরূপ আলোয় সকলের ভাল হোক।’
তুমি এসব গহিন শব্দ বুঝতে পারছ কি?